একেই বলে সেমসাইড! কংগ্রেসকে গোল দিতে গিয়েযেন নিজেদের জালেই বল জড়ালেন বিজেপি সভাপতি অমিত শাহ।
আগামী ১২ মে বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে কর্নাটকের ভোটে লড়তে যাচ্ছে বিজেপি। অথচ মঙ্গলবার বেঙ্গালুরুর সাংবাদিক সম্মেলনে অমিত শাহ মুখ ফস্কে বলে ফেলেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রাক্তন এক বিচারপতিই তো বলছেন যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনগুলোর মধ্যে প্রতিযোগিতা হলে এক নম্বরে থাকবে ইয়েদুরাপ্পা সরকার।’’ বিজেপি সভাপতির কথা শুনে তখন পাশে বসে থাকা ইয়েদুরাপ্পার মুখ থমথমে। বিজেপি নেতারাও ঘোরতর অস্বস্তিতে।
পাশে বসে থাকা এক নেতার কথা শুনে ভুল শুধরে নেন অমিত শাহ। জানিয়ে দেন, ইয়েদুরাপ্পা নন। তিনি বলতে চেয়েছেন কর্নাটকে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কংগ্রেসর টুইট।‘অমিতজি, আপনি ঠিক বলেছেন। ইয়েদুরাপ্পাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।’