Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

এ কী বললেন অমিত শাহ? ইয়েদুরাপ্পা সরকার ‘দুর্নীতিগ্রস্ত’!

অমিত শাহ মুখ ফস্কে বলে ফেলেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রাক্তন এক বিচারপতিই তো বলছেন যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনগুলোর মধ্যে প্রতিযোগিতা হলে এক নম্বরে থাকবে ইয়েদুরাপ্পা সরকার।’’ বিজেপি সভাপতির কথা শুনে তখন পাশে বসে থাকা ইয়েদুরাপ্পার মুখ থমথমে। বিজেপি নেতারাও ঘোরতর অস্বস্তিতে

অমিত শাহ। ফাইল চিত্র।

অমিত শাহ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১৭:২২
Share: Save:

একেই বলে সেমসাইড! কংগ্রেসকে গোল দিতে গিয়েযেন নিজেদের জালেই বল জড়ালেন বিজেপি সভাপতি অমিত শাহ।

আগামী ১২ মে বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে কর্নাটকের ভোটে লড়তে যাচ্ছে বিজেপি। অথচ মঙ্গলবার বেঙ্গালুরুর সাংবাদিক সম্মেলনে অমিত শাহ মুখ ফস্কে বলে ফেলেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রাক্তন এক বিচারপতিই তো বলছেন যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনগুলোর মধ্যে প্রতিযোগিতা হলে এক নম্বরে থাকবে ইয়েদুরাপ্পা সরকার।’’ বিজেপি সভাপতির কথা শুনে তখন পাশে বসে থাকা ইয়েদুরাপ্পার মুখ থমথমে। বিজেপি নেতারাও ঘোরতর অস্বস্তিতে।

পাশে বসে থাকা এক নেতার কথা শুনে ভুল শুধরে নেন অমিত শাহ। জানিয়ে দেন, ইয়েদুরাপ্পা নন। তিনি বলতে চেয়েছেন কর্নাটকে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কংগ্রেসর টুইট।‘অমিতজি, আপনি ঠিক বলেছেন। ইয়েদুরাপ্পাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।’

আরও পড়ুন: ১২ মে কর্নাটকে ভোট, জানাল কমিশন

আরও পড়ুন: বিরোধী জোটের পালে হাওয়া দিতে দিল্লির মঞ্চে মমতা

এই মুহূর্তে যে চার রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, তার মধ্যে কর্নাটকঅন্যতম। কর্নাটকে ক্ষমতা ধরে রাখার জন্য সম্প্রতি সেখানে ধারাবাহিকভাবে জনসভা করছেন রাহুল গাঁধী। যেখানেই রাহুল যাচ্ছেন, সঙ্গে থাকছেন সিদ্দারামাইয়া। আর ইয়েদুরাপ্পা? আজ অমিত শাহের সাংবাদিক সম্মেলনের পর অনেকেরই কিন্তু মনে পড়ে যাচ্ছে ২০১১ সালের কথা।

ইয়েদুরাপ্পা সেই সময় কর্নাটকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠেছিল, রাজ্যে একটি খনি দুর্নীতিতে তিনি ৪০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই অভিযোগ প্রমাণ না হলেও মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে ইয়েদুরাপ্পা ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। পুরনো অভিযোগের কথা টেনে কংগ্রেসের দাবি, মুখ ফস্কে হলেও আমিত শাহ যা বলেছেন, ঠিকই বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE