Advertisement
E-Paper

পটেল মূর্তির থেকেও ৬৮ মিটার উঁচু বিধানসভা ভবন গড়তে চলেছেন চন্দ্রবাবু নায়ডু

অমরাবতী শহরেদেশের সব থেকে উঁচু বিধানসভা ভবন গড়বেন বলে ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মু্খ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এমনকি,অন্ধ্রপ্রদেশের সেই নতুন বিধান ভবন হতে চলেছে ‘স্ট্যাচু অব ইউনিটি’-র থেকেও উঁচু বলে দিলেন চন্দ্রবাবু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৬:৩৪
চন্দ্রবাবু নায়ডু।— ফাইল চিত্র।

চন্দ্রবাবু নায়ডু।— ফাইল চিত্র।

অমরাবতী শহরেদেশের সব থেকে উঁচু বিধানসভা ভবন গড়বেন বলে ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মু্খ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এমনকি,অন্ধ্রপ্রদেশের সেই নতুন বিধান ভবন হতে চলেছে ‘স্ট্যাচু অব ইউনিটি’-র থেকেও উঁচু বলে দিলেন চন্দ্রবাবু।

রাখঢাক না করেই এ দিন চন্দ্রবাবু নায়ডু জানিয়ে দিলেন, অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভবনটি হতে চলেছে ২৫০ মিটার উঁচু। অর্থাৎ ‘স্ট্যাচু অব ইউনিটি’-র থেকেও ৬৮ মিটার উঁচু হবে। চন্দ্রবাবুর কথা মতো, নতুন এই বিধানসভা ভবনটির তিনটি ফ্লোর থাকবে। আর থাকবে একটি টাওয়ার।

তবে চন্দ্রবাবুর ঘোষণার পর থেকেই নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, পটেল মূর্তির থেকেও উঁচু ভবন তৈরি করে কি নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে চাইছেন চন্দ্রবাবু নায়ডু?এমনকি, দেশে যখন বেকার সমস্যা বেড়েই চলেছে দিনে দিনে, বেড়ে চলেছে দারিদ্র, সেই সময়ে রাজনীতিকদের মধ্যে উচ্চতার এই লড়াই নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

আরও পড়ুন: পাঁচ বছরে ঢেলেছেন ১৮৫ কোটি! তবু কেশপুর-গড়বেতার ছায়া মুখ্যমন্ত্রীর কেন্দ্রে

চন্দ্রবাবু আরও জানিয়েছেন যে, বিল্ডিংটির নকশার কাজ ইতিমধ্যেই তিনি দেখে ফেলেছেন। ব্রিটেনের আর্কিটেক্ট সংস্থা নরমা ফসটার্স অন্ধ্রপ্রদেশের এই নতুন বিধানসভা ভবনটির নকশা তৈরি করছে। রাজ্য সরকারের কাছে খুব শীঘ্রই তারা এই বিল্ডিংয়ের ব্লু প্রিন্টটি জমা দিতে চলেছে বলেও জানিয়েছেন চন্দ্রবাবু।

দুটি গ্যালারি থাকবে এই অন্ধ্রপ্রদেশের নতুন এই বিধান ভবনে। প্রথমটি ৮০ মিটার উঁচু আর দ্বিতীয়টি ২৫০ মিটার উঁচু। আর এই দুটি গ্যালারি থেকেই মানুষজন গোটা অমরাবতী শহরটাকে চাক্ষুষ করতে পারবেন।

আরও পড়ুন: দেশের প্রথম অ্যাসিমেট্রিক্যাল কেবল স্টেইড সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

দেশজুড়ে একের পর এক মূর্তি গড়ার সময়ে পিছিয়ে থাকলেন না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও। মূর্তি তিনি গড়ছেন না ঠিকই। গড়ছেন দেশের উচ্চতম বিধানসভা ভবন। ২১২ মিটার উঁচুছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি গড়তে চলেছে মহারাষ্ট্র সরকার, ১৫১ মিটার উঁচু রামের মূর্তির গড়তে চলেছেন উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজস্থানের উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে নাথদ্বারাতে তৈরি হচ্ছে ৩৫১ ফুটের উঁচু একটি শিবের মূর্তি। যেটি বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি হতে চলেছে। এমনকি ‘স্ট্যাচু অব ইউনিটি’র পর গুজরাতের গাঁধীনগরে একটি ৮০ ফুট উঁচু বুদ্ধমূর্তিও গড়তে চলেছেন একটি বুদ্ধিস্ট সংস্থা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

N. Chandrababu Naidu Assembly Andhra Pradesh Statue of Unity চন্দ্রবাবু নায়ডু
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy