Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lokpal

আমার কিছু হয়ে গেলে দায়ী থাকবেন মোদী: অণ্ণা হজারে

২০১১ সালে অণ্ণা হজারের নেতৃত্বেই দেশে দুর্নীতির বিরোধী সবচেয়ে বড় আন্দোলনটি হয়। তখন ক্ষমতায় ছিল ইউপিএ-২ সরকার।

অনশনের মঞ্চে অণ্ণা হজারে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

অনশনের মঞ্চে অণ্ণা হজারে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১১
Share: Save:

লোকসভা নির্বাচন শিয়রে। তার আগে লোকপাল নিয়োগের দাবিতে ফের অনশনে অণ্ণা হজারে। আর অনশনের মঞ্চ থেকেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি। জানিয়ে দিলেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য এই বয়সে অনশনে বসতে হচ্ছে তাঁকে। তাতে যদি অঘটন কিছু ঘটে, তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে অণ্ণা হাজারে বলেন, ‘‘আগুনে ঘি ঢালা আমার স্বভাব নয়। বরং সমস্যার সমাধান বের করাই লক্ষ্য। আশাকরি সেভাবেই আমাকে মনে রাখবেন মানুষ। আন্দোলন চলাকালীন আমার কিছু হয়ে গেলে, তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলে তাঁর দিকেই আঙুল তুলবেন।’’

তিনি জানান,‘‘লোকপাল নিয়োগ হলে তদন্ত থেকে নিষ্কৃতি পাবেন না স্বয়ং প্রধানমন্ত্রীও। যে কোনও ধরনের প্রমাণ হাতে পেলেই তদন্ত শুরু করা যাবে। একইভাবে লোকায়ুক্ত নিয়োগ হলে রেহাই পাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিধায়করাও। তাই জন্যই এত ভয়। কোনও দলই লোকপালের নিয়োগ চায় না। নইলে ২০১৩ সালে আইন পাশ হয়ে গেলেও, আজও পর্যন্ত কাউকে নিয়োগ করতে পারল না সরকার!’’

আরও পড়ুন: আগে দিল্লি থেকে মোদীকে তাড়ান, তার পর এখান থেকে মমতাকে, ব্রিগেডে ডাক বামেদের​

২০১১ সালে অণ্ণা হজারের নেতৃত্বেই দেশে দুর্নীতির বিরোধী সবচেয়ে বড় আন্দোলনটি হয়। তখন ক্ষমতায় ছিল ইউপিএ-২ সরকার। একের পর এক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলে, জন লোকপাল বিলের দাবিতে আন্দোলনে নামেন তিনি। কেন্দ্রে লোকপাল এবং রাজ্যগুলিতে লোকায়ুক্ত নিয়োগের দাবি তোলেন। যার আওতায়, দুর্নীতির অভিযোগ উঠলে, যে কারও বিরুদ্ধে তদন্ত করা যাবে। সে দেশের প্রধানমন্ত্রীই হোন বা কোনও রাজ্যের ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী।

চাপে পড়ে ২০১৩ সালে সংসদে লোকপাল আইন পাশ হয়ে যায়। কিন্তু পদ্ধতিগত কারণে আজও লোকপালের নিয়োগ হয়নি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাই ফের আন্দোলনে নেমেছেন ৮১ বছরের অণ্ণা হজারে। গত ৩০ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে অনির্দিষ্ট কালের জন্য ‘জন আন্দোলন সত্যাগ্রহ’ শুরু করেছেন তিনি।

রবিবার অনশনের পঞ্চম দিনে আহমেদনগর-পুণে হাইওয়ে অবরোধ করেন তাঁর সমর্থকরা। অবিলম্বে লোকপাল নিয়োগ করতে হবে বলে দাবি তোলেন। অবরোধের জেরে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে সুপা থানার পুলিশ। গ্রেফতার করা হয় ১১০ জন অবরোধকারীকে।

আরও পড়ুন: অমিতের পর যোগীর কপ্টারও নামতে দিল না রাজ্য সরকার

অন্য দিকে, এ দিন সকালেই অণ্ণা হজারের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন চিকিত্সক ধনঞ্জয় পোটে। গত পাঁচদিনে অণ্ণার ওজন ৩.৮ কেজি কমে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE