Advertisement
০২ এপ্রিল ২০২৩
Everest Climbers

অরুণাচল প্রদেশের নিখোঁজ এভারেস্ট বিজয়ী পর্বতারোহীরা চিনে বন্দি! দাবি পরিবারের

দুই পর্বতারোহীকে খুঁজে নিয়ে আসার দাবিতে পরিবারের সদস্যরা অরুণাচলপ্রদেশের রাজধানী ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে গত সাত দিন ধরে ধর্নায় বসেছেন। অগস্ট মাস থেকে নিখোঁজ তাপি এবং নিকু।

ধর্নায় নিখোঁজ পর্বতারোহীদের পরিবারের সদস্যেরা।

ধর্নায় নিখোঁজ পর্বতারোহীদের পরিবারের সদস্যেরা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ইটানগর শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১২:৪৭
Share: Save:

অরুণাচলপ্রদেশের সর্বোচ্চ তুষারাবৃত শৃঙ্গ ‘খিয়ারি সাটাম’ অভিযানে যাওয়ার পর থেকে নিখোঁজ এভারেস্ট বিজয়ী পর্বতারোহী তাপি ম্রা এবং তাঁর সহযোগী নিকু দাও। আর এই পর্বতারোহীরা চিনা সেনার হাতে বন্দি হয়েছেন বলে উদ্বেগ প্রকাশ তাঁদের পরিবারের সদস্যদের।

Advertisement

‘খিয়ারি সাটাম’ অভিযানে গিয়ে অগস্ট মাস থেকে নিখোঁজ তাপি এবং নিকু। যাঁদের হয়ে নিখোঁজ পর্বতারোহীরা অভিযানে গিয়েছিলেন সেই অল ট্যাগিন স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউ)-ও একই রকম আশঙ্কা প্রকাশ করেছে। এটিএসইউ-এর তরফে জানানো হয়েছে, পূর্ব কামেং জেলার সর্বোচ্চ চূড়া ‘খিয়ারি সাটাম’-এর উচ্চতা প্রায় ৬,৯০০ মিটার। এই শৃঙ্গ ভারত এবং চিনে থাকা তিব্বতীয় অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি)। তাই তাপি এবং নিকু যে চিনা সেনার হাতে বন্দি হয়েছেন, সেই সম্ভাবনা একে বারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুই পর্বতারোহীকে খুঁজে নিয়ে আসার দাবিতে তাঁদের পরিবারের সদস্যরা অরুণাচলপ্রদেশের রাজধানী ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে গত সাত দিন ধরে ধর্নায় বসেছেন। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ পর্বতারোহীদের জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে সরকারকে। কিন্তু অরুণাচলপ্রদেশের সরকার তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে উদাসীন বলেও পরিবারের সদস্যদের আক্ষেপ প্রকাশ করেছেন।

তাঁরা আরও জানিয়েছেন, অরুণাচলপ্রদেশের পেমা খান্ডু সরকারের উচিত কেন্দ্রকে বেজিংয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ শুরু করার জন্য বলা। তাপি এবং নিকু পথভ্রষ্ট হয়েছেন নাকি চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র হাতে বন্দি হয়েছেন সেই বিষয়েও কেন্দ্রের তরফে খোঁজ লাগানো উচিত বলেই পরিবারের দাবি।

Advertisement

এই বিষয়ে এটিএসইউ সভাপতি তাদাক পাকবা বলেন, “পিএলএ সম্ভবত এলএসি থেকে দুই পর্বতারোহীকে অপহরণ করেছে। তাপি এবং নিকু চিনে বন্দি থাকলে আমারা কেন্দ্রের সরকারকে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.