কেউ বলছেন ‘অত্যাশ্চর্য’, ‘মিরাকল’! ‘রাখে হরি মারে কে’—প্রবাদ আওড়াচ্ছেন অনেকেই।
গাড়ি পিষে দেওয়ার পর শুধু বেঁচে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে উঠে অবলীলায় দৌড়ে বন্ধুদের সঙ্গে খেলতে চলে যাচ্ছে এক শিশু। সিসিটিভিতে ধরা পড়া এমনই একটি ফুটেজ পোস্ট হয়েছে বেঙ্গালুরু পুলিশ-এর টুইটার হ্যান্ডলে। আর তার পর থেকেই ভাইরাল।
ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় ফুটবল খেলছে বেশ কয়েকজন শিশু কিশোর। তার মধ্যে এক শিশু রাস্তার ধারে বসে জুতোর ফিতে বাঁধছে। পিছনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এসে উঠলেন এক মহিলা। বাঁ দিকের দরজা খোলা অবস্থাতেই জোরে গাড়ি চালিয়ে দিলেন ওই শিশুর উপর দিয়ে।