Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের, এ বার সেনার সব হেলমেট বুলেটপ্রুফ

ভারতীয় সেনার প্রত্যেক সদস্যকে অত্যাধুনিক হেলমেট দেওয়ার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক মানের হেলমেট কেনার বরাত দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:০৬
Share: Save:

ভারতীয় সেনার প্রত্যেক সদস্যকে অত্যাধুনিক হেলমেট দেওয়ার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক মানের হেলমেট কেনার বরাত দেওয়া হয়েছে। কানপুর ভিত্তিক সংস্থা এমকেআই ইন্ডাস্ট্রিজকে প্রাথমিক ভাবে ১ লক্ষ ৫৮ হাজার হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। এই খাতে ১৭০ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রক বরাদ্দ করেছে।

গত দু’দশকের মধ্যে এই প্রথম সেনাবাহিনীর হেলমেট কেনার জন্য এত বড় বরাত দিল প্রতিরক্ষা মন্ত্রক। তবে এত বিপুল সংখ্যক অত্যাধুনিক হেলমেট কেনার বরাত এই প্রথম বার দেওয়া হল বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে। যে হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে, তা বুলেটপ্রুফ। এই হেলমেট খুব কাছ থেকে ছোড়া নাইন এমএম বুলেটের আঘাতও রুখে দিতে সক্ষম। বুলেটপ্রুফ হেলমেটের সক্ষমতার আন্তর্জাতিক মাপকাঠিও এটিই।

বর্তমানে যে হেলমেট সেনাবাহিনীর অধিকাংশ সদস্য ব্যবহার করেন, তা বুলেটপ্রুফ নয়। ফলে প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় জীবন-মৃত্যুর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা বর্তমানে ব্যবহৃত হেলমেটগুলির নেই। এমকেআই ইন্ডাস্ট্রিজকে যে হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে, তা কিন্তু বুলেটের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এই হেলমেট অনেক হালকা এবং আরামদায়ক। যুদ্ধের সময় বাহিনীর সদস্যের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য এই হেলমেটে ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস লাগানোর সংস্থানও থাকছে।

বর্তমানে ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি ডিভিশন জঙ্গি দমন অভিযানের সময় মাথায় এই ফেট্টি ব্যবহার করে। ছবি: সংগৃহীত।

এক দশকেরও বেশি আগে ভারতের সশস্ত্র বাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্সের সদস্যদের জন্য আধুনিক হেলমেট কেনা হয়েছিল। ইজরায়েলের কাছ থেকে কেনা সেই ওআর-২০১ বুলেটপ্রুফ হেলমেট ‘গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক’ দিয়ে তৈরি। কিন্তু শুধু প্যারা কম্যান্ডোদের কাছেই ওই হেলমেট রয়েছে। ইনফ্যান্ট্রি সোলজার অর্থাৎ সাধারণ পদাতিক বাহিনীর সদস্যদের কাছে তা নেই। জঙ্গি দমন অভিযানের সময় মাথা বাঁচানোর জন্য এই ইনফ্যান্ট্রি সোলজারদের এক ধরনের ফেট্টি দেওয়া হয়। সেই ফেট্টি মাথায় পরে নিলে কপাল এবং মাথার পিছনের অংশ সুরক্ষিত থাকে ঠিকই। কিন্তু ওই সব বুলেটপ্রুফ ফেট্টির ওজন আড়াই কিলোগ্রাম। ফলে ওই ফেট্টি মাথায় নিয়ে জঙ্গি দমন অভিযানে যাওয়া যে খুব সহজ কাজ নয়, তা বুঝতে অসুবিধা হয় না। এই সব সমস্যার সমাধান করতেই সেনার সাধারণ পদাতিক বাহিনীর জন্যও হালকা, অত্যাধুনিক এবং বুলেটপ্রুফ হেলমেট কেনার বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন: নিজের দেশেই পরমাণু হামলা চালাতে চলেছে পাক সেনা! চাঞ্চল্যকর দাবি

যে সংস্থাকে হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে, সেই এমকেআই ইন্ডাস্ট্রিজ আন্তর্জাতিক মানের সংস্থা বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী এই সংস্থার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট কেনে। আগামী তিন বছরের মধ্যে ১ লক্ষ ৫৮ হাজার বুলেটপ্রুফ হেলমেট সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা এই সংস্থার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army Defence Army Helmets
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE