Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অবৈধ মদ রুখতে ফাঁসির ভাবনা বিহারে

মদ নিষিদ্ধ করার পাশাপাশি অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রির ক্ষেত্রেও বিহার সরকার কড়া মনোভাব নিতে চলেছে। আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজেই জানিয়েছেন, অবৈধ মদ তৈরি ও বিক্রি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত যাতে হয় তার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে।

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০২:৩৯
Share: Save:

মদ নিষিদ্ধ করার পাশাপাশি অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রির ক্ষেত্রেও বিহার সরকার কড়া মনোভাব নিতে চলেছে। আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজেই জানিয়েছেন, অবৈধ মদ তৈরি ও বিক্রি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত যাতে হয় তার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই এ সংক্রান্ত বিলটি আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আগামী ১ এপ্রিল থেকে বিহারে দেশি ও সব রকমের চোলাই মদের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এরই পাশাপাশি দেশে তৈরি বিদেশি মদের বিক্রির উপরেও জারি হচ্ছে নিয়ন্ত্রণ। সরকারের সেই উদ্যোগকে সফল করতেই কঠোর করা হচ্ছে চলতি আইনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE