Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Vice Presidential Election

এ বার নবীনের সমর্থন গোপালকৃষ্ণকে

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে সমর্থনের সিদ্ধান্ত ওডিশার শাসক দলের। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ছবি: পিটিআই।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ২০:৪৫
Share: Save:

বিহারের নীতীশ কুমারের পর এ বার ওডিশার নবীন পট্টনায়ক।

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে সমর্থনের সিদ্ধান্ত ওডিশার শাসক দলের। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল বিজেডি।

কেন বিরোধী প্রার্থীকে সমর্থন?

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন বেঙ্কাইয়া

এ দিন তার ব্যাখ্যাও দিয়েছে বিজেডি। একে কংগ্রেস এবং বিজেপি, উভয় দলের থেকে সমদূরত্ব বজায় রাখার কৌশল হিসেবেই দেখাচ্ছে তারা। বিজেডি-র সংসদীয় দলের মুখপাত্র কৈলাশ সিংহদেও বলেছেন, ‘‘পট্টনায়ক প্রমাণ করে দিলেন, কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে চলছে বিজেডি।’’ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করলেও উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে সমর্থনের কথা জানিয়েছেন নীতীশ কুমার। এ বার সেই একই পথে হাঁটলেন নবীন পট্টনায়কও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE