Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অসমে উনিশের প্রস্তুতি বিজেপির

অসমের আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপির বুথ সভাপতিদের বৈঠক ডাকা হয়েছিল। এবং সেখানে সে কারণেই হাজির হলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

শনিবার গুয়াহাটির কর্মিসভায় অমিত শাহ। ছবি: পীতাম্বর নেয়ার।

শনিবার গুয়াহাটির কর্মিসভায় অমিত শাহ। ছবি: পীতাম্বর নেয়ার।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৪:০১
Share: Save:

উপলক্ষ্য পঞ্চায়েত ভোট। তবে লক্ষ্য ২০১৯।

অসমের আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপির বুথ সভাপতিদের বৈঠক ডাকা হয়েছিল। এবং সেখানে সে কারণেই হাজির হলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আসলে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অসমে ২০১৯ সালের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।

আজ গুয়াহাটির খানাপাড়ায় বিজেপির এই সভায় হাজির হন রাজ্যের ২৫ হাজার ৮৪৯ জন বুথ সভাপতি, ৩০৩ জন মণ্ডল সভাপতি-সহ প্রায় ৪০ হাজার সদস্য। সেকানে দল সভাপতির নিদান হাঁকেন, যে ভাবে ত্রিপুরা দখল সম্ভব হয়েছে, সেই একই পথে, সব বুথে শক্তি বাড়িয়ে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট (পঞ্চায়েত টু পার্লামেন্ট) সব জয় করতে হবে! পাশাপাশি, সাংবাদিকদের বললেন, আগামী লোকসভা ভোটে উত্তর-পূর্বের ২৫টি আসনের মধ্যে অন্তত ২১টি আসন বিজেপি দখল করবেই।

কর্মিসভায় অমিত শাহ বলেন, ‘‘আমাদের কর্মিসভায় যা লোক হয়েছে কোনও দলের জনসভাতেও এত লোক হয় না। এই সদস্য-বলই বিজেপির আসল ক্ষমতা। বিজেপি দেশের একমাত্র দল। যেখানে তৃণমূল স্তরের কর্মীরা দল ও দেশের প্রধান হতে পারেন।’’ অসমের ভোটার তালিকায় পাতা রয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার। আগামী ছ’মাসের মধ্যে প্রতি পাতার দায়িত্ব এক এক জন সদস্যকে দেওয়া হবে। আজ সেই কাজ শুরু করে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপির টানা জয়ে কোণঠাসা রাহুল গাঁধী ও বিরোধীরা সংসদ চালাতেই দিচ্ছেন না।’’

দলের দুই সাধারণ সম্পাদক রামলাল ও রাম মাধব নির্দেশ দেন, প্রতি বুথে থাকা প্রভাবশালী ব্যক্তিদের তালিকা ও সরকারি সাহায্যপ্রাপ্ত পরিবারের তালিকা তৈরি করতে হবে। তাঁদের নির্দেশ, প্রতি বুথে অন্তত ৫০ জন নতুন সদস্য করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE