বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। কালুয়া নামে এক স্থানীয় বাসিন্দাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল পুলিশ। প্রথম গ্রেফতার হয় ভারতীয় সেনায় কর্মরত জিতেন্দ্র মালিক। ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২৮ ডিসেম্বর প্রশান্ত নট্ট নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। তারপর গ্রেফতার হল এই কালুয়া। ইনস্পেক্টর খুনের ঘটনায় আর যে দু’জন মূল অভিযুক্ত, সেই বজরঙ্গ দলের সদস্য যোগেশ রাজ এবং স্থানীয় বাসিন্দা জনির খোঁজ করছে পুলিশ।
চলতি মাসের ৩ তারিখে বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে গরুর মাংস পড়ে থাকতে দেখা গিয়েছে বলে গুজব রটে যায়। ওই দিন গো-হত্যার প্রতিবাদে সকাল ১১টা নাগাদ ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ট্র্যাক্টর-ট্রলি ভরে ওই মাংস নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন এলাকার শ’চারেক মানুষ। সেই বিক্ষোভ সামলাতে গিয়েই খুন হতে হয় ইনস্পেক্টর সুবোধকুমার সিংহকে।