Advertisement
২০ এপ্রিল ২০২৪
National news

ঘোষিত হল সিবিএসই (দশম)-র ফল, ৫ শতাংশ কমলো পাশের হার

দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার সহ যাবতীয় তথ্য কিছু ক্ষণের মধ্যেই ঘোষণা করবে সিবিএসই বোর্ড

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১১:১১
Share: Save:

সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ করল বোর্ড। ফল ঘোষণা করা হল দিল্লির অফিস থেকে। ছাত্র-ছাত্রীরা তা সিবিএসই-র ওয়েবসাইটে ফল দেখতে পাবেন।

cbse.nic.in, cbseresults.nic.in এই ওয়েবসাইটগুলোয় দেখে নিতে পারেন পরীক্ষার ফল। তা ছাড়াও examresults.net এবং results.nic.in ওয়েবসাইটেও দেখা যেতে পারে ফল। এ বছর দশম শ্রেণিতে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লক্ষ ৬৭ হাজার ৫৭৩। এখনও পর্যন্ত এলাহাবাদ, চেন্নাই, দিল্লি, ত্রিবান্দ্রাম এবং দেহরাদূন কেন্দ্রের ফল প্রকাশ করেছে সিবিএসই বোর্ড।

তিরুঅনন্তপুরমে পাশের হার সর্বোচ্চ। ৯৯.৮৫ শতাংশ।চেন্নাইয়ে ৯৯.৬২ শতাংশ এবং ইলাহাবাদে ৯৮.২৩ শতাংশ। গত বছরের তুলনায় ১৩ শতাংশ কমে দিল্লিতে পাশের হার দাঁড়িয়েছে ৮৭.০৯ শতাংশ। সারা দেশে পাশের হার ৯০.৯৫ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে বোর্ড। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে দশম শ্রেণির পরীক্ষা নিয়েছিল সিবিএসই।

গত রবিবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়। তাতে ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হন কলা বিভাগের ছাত্রী রক্ষা গোপাল। পাশের হার ছিল ৮২ শতাংশ। দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার সহ যাবতীয় তথ্য কিছু ক্ষণের মধ্যেই ঘোষণা করবে সিবিএসই বোর্ড। তবে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সময় কলকাতার কয়েকটি স্কুলের কয়েক হাজার পড়ুয়া দীর্ঘ ক্ষণ ওয়েবসাইটে ফল জানতে পারেননি। ফলে দশম শ্রেণির ফল ঠিকমতো দেখা যাবে কি না তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ।

আরও পড়ুন: পেনশন আটকে গেল প্রায় ১.৬ লক্ষ পেনশনভোগীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE