Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Driving Licence

আরটিও-তে পরীক্ষা ছাড়াই মিলবে লাইসেন্স, নতুন নির্দেশিকা কেন্দ্রের

নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, মান্যতা প্রাপ্ত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই এই পরীক্ষা দেওয়া যাবে।

নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক

নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২১ ০৯:১৯
Share: Save:

গাড়ি চালানোর লাইসেন্স পেতে গেলে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-তে গিয়ে গাড়ি চালানোর পরীক্ষা দিয়ে হয়। কিন্তু এ বার হয়তো সেই প্রক্রিয়া ছাড়াই গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যাবে। সম্প্রতি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, মান্যতা প্রাপ্ত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই এই পরীক্ষা দেওয়া যাবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পুরো প্রক্রিয়া প্রযুক্তির সাহায্যে হবে। মানুষের কোনও ভূমিকা থাকবে না। বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে মান্যতা দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ীই পুরো পরীক্ষা হবে। সেই পরীক্ষা পাশ করলে কেন্দ্র থেকেই শংসাপত্র দেওয়া হবে। তার তথ্য আরটিও-র কাছে পৌঁছে যাবে।

জানা গিয়েছে, জুলাই মাস থেকে এই নতুন পদ্ধতি শুরু হবে। অর্থাৎ আরটিও-তে না গিয়ে মান্যতা প্রাপ্ত গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই পাওয়া যাবে গাড়ি চালানোর লাইসেন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Driving Licence Ministry of road transport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE