ভারত প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ভারত, জাপান-সহ বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে আমেরিকা সক্রিয়। সেই জোটকে ঠেকাতে এ বার আসরে নামলো বেজিং।
সম্প্রতি পূর্ব এশিয়ার দেশগুলিতে ঘুরে ঘুরে চিনের বিদেশমন্ত্রীর ব্যাখ্যা, অতীতের ঠান্ডা যুদ্ধের স্মৃতিকে উস্কে সমুদ্রপথে তাদের আধিপত্য নিশ্চিত করতে চাইছে ট্রাম্প প্রশাসন। গোটা অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য নষ্ট করে দিতে চাইছে। তাঁর ডাক— পূ্র্ব এশিয়াকে একজোট হতে হবে চিনের নেতৃত্বে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরোদস্তুর এক সমুদ্রযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যার ভূকৌশলগত কেন্দ্রে অবস্থানের কারণে ভারতের উপর ঝড় ঝাপটা আসার সম্ভাবনা প্রবল। আমেরিকা এবং চিন এই দুই মহাশক্তিধর রাষ্ট্রকে কেন্দ্রে রেখে দু’দিকেই অক্ষ তৈরি হবে এবং হয়েছেও। সব মিলিয়ে অদূর ভবিষ্যতে এ’টি ভারতের কাছে লাদাখের পরে আর একটি বড় রণকৌশলগত সঙ্কটক্ষেত্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।