সিঙ্গুর-নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের আঁচ শুধু রাজ্যের গণ্ডিতে বাঁধা থাকেনি। একই পথে অন্যান্য রাজ্যেও একই ধরনের আন্দোলন দানা বেঁধেছিল। এ বার সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় ছায়া ফেলবে বলে মনে করছে আইনি মহলের বড় অংশ।
সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে শুরু করে নানা রাজ্যের সরকারি আইনজীবী— এঁদের অনেকেই বলছেন, বিভিন্ন রাজ্যে বেসরকারি শিল্পের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বহু মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। সেগুলির উপরে সিঙ্গুর-রায়ের প্রভাব পড়ার বিলক্ষণ সম্ভাবনা। পাশাপাশি ওঁরা মনে করছেন, এই রায়ের জেরে ভবিষ্যতে রাজ্যগুলো বেসরকারি শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে অনেক হুঁশিয়ার হয়ে পা ফেলবে।
বস্তুত সিঙ্গুর-নন্দীগ্রামের জমি-আন্দোলনের আঁচ সারা দেশ এতটাই পুইয়েছিল যে, কেন্দ্রের তদানীন্তন ইউপিএ সরকারকে কৃষকস্বার্থের কথা মাথায় রেখে নতুন জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন প্রণয়ন করতে হয়। মোদী সরকার ‘শিল্পের সুবিধার্থে’ যার শর্ত শিথিল করতে চেয়েও পিছিয়ে এসেছে। সংসদে আইনও পাশ করতে পারেনি। একাধিক বার অর্ডিন্যান্স জারি করে হাল ছেড়ে দিয়েছে।