আন্তর্জাতিক যোগ দিবসে ঝাড়খণ্ডের রাঁচীতে আজ যোগ-প্রদর্শনী সেরে একগুচ্ছ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিহারের শিশুমৃত্যুর ঘটনা উল্লেখ করে নেট-নাগরিকদের একাংশ প্রধানমন্ত্রীর যোগচর্চাকে খোঁচা দিলেন। নিজের টুইটার হ্যান্ডলে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডের যোগ ব্যায়ামের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউ ইন্ডিয়া’। যা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
যোগ দিবসে নজরকাড়া ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সেখানে যোগচর্চায় অংশ নেন। কিন্তু অনুষ্ঠান শেষে যোগের আসন নিয়ে লুটের হিড়িক পড়ে যায়। এমনকি, হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অনেকে।
পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবসে রাঁচীর প্রভাত তারা প্রাঙ্গণে প্রায় হাজার চল্লিশ মানুষের সঙ্গে পদহস্তাসন, বীরভদ্রাসন-সহ বেশ কয়েকটি যোগাসন করেন মোদী। তিনি জানান, যোগ ব্যায়াম হল জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। তাঁর কথায়, ‘‘শহর থেকে গ্রাম এবং আদিবাসী এলাকায় যোগ ব্যায়ামকে পৌঁছে দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চলের ঊর্ধ্বে যোগ। যোগ ব্যায়াম হল কর্ম, জ্ঞান এবং ভক্তির অনন্য মিশ্রণ।’’ হৃদ্যন্ত্র ভাল রাখতে যুব সমাজকে যোগাভ্যাসের পরামর্শ দিয়েছেন মোদী।