করোনা-আক্রান্ত নন এয়ার ইন্ডিয়ার পাঁচ বিমানচালক। প্রথম বার তাঁদের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এলেও দ্বিতীয় বারের পরীক্ষায় তা নেগেটিভ ধরা পড়েছে। এমনটাই দাবি এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ কর্তার। এয়ার ইন্ডিয়ার অন্য এক সূত্রের দাবি, সম্ভবত ত্রুটিপূর্ণ কোভিড-টেস্ট কিটের জন্যই বিমানচালকদের প্রথম রিপোর্ট পজিটিভ এসেছিল।
রবিবার এয়ার ইন্ডিয়ার পাঁচ বিমানচালকের কোভিড-পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছিল। মুম্বইবাসী ওই বিমানচালকদের মধ্যে করোনার উপসর্গ না থাকলেও উড়ানের ৭২ ঘণ্টা আগে রুটিনমাফিক শারীরিক পরীক্ষা করা হয়। এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের খবর, প্রথম বারের রিপোর্টে সংস্থার কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় ফের তাঁদের করোনা-পরীক্ষা করানো হয়। সোমবার সন্ধ্যায় সেই রিপোর্ট নেগেটিভ আসে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ওই বিমানচালকেরা সম্প্রতি দিল্লি থেকে একটি মালবাহী বিমানে করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র নিয়ে চিনের গুয়াংঝৌ-তে গিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, “ওই পাঁচ পাইলট শেষ বারের উড়ানে চিনে গিয়েছিলেন ১৮ এপ্রিল। এর পর থেকে কখনও বিমান চালাননি। ফলে তাঁদের প্রথম বারের করোনা-রিপোর্টের রেজাল্ট নিয়ে বেশ সন্দেহ ছিল আমাদের। সে জন্য দ্বিতীয় বার টেস্ট করানো হয়। প্রথম বারের টেস্ট কিটগুলিতে ত্রুটি থাকাতেই সম্ভবত তার রেজাল্ট পজিটিভ এসেছিল।”