লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ১৪৬৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে যা এখনও পর্যন্ত রেকর্ড। মোট আক্রান্ত ১০ হাজার ৮১৫ জন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৬।
করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দেশ জুড়ে নমুনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গোটা দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন মোদী। সেই কারণেই আক্রান্তের সংখ্যা এ ভাবে লাফিয়ে বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।
দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু, এই তিন রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২৩৩৭ জন সংক্রমিত। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা ধরা পড়েছে ১৫১০ জনের। তামিলনাড়ুতে ১,১৭৩ জন আক্রান্ত ধরা পড়েছেন।