করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে সোমবারই মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিয়ো বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মে-র পর লকডাউনের মেয়াদ বাড়বে কি না, বাড়লে কী ভাবে, তা নিয়েই আজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে কী কী বিষয়ে ছাড় দেওয়া হতে পারে, তার আভাসও মিলতে পারে প্রধানমন্ত্রীর এ দিনের ভাষণে।
সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম ভিডিয়ো বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই আরও কিছু ছাড় দিয়ে, ১৭ মে-র পরে ফের এক দফা লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মোদী। তবে চতুর্থ দফার লকডাউনে কোন রাজ্যে, কতটা ছাড় দেওয়া হবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীদেরই জানাতে বলেছেন তিনি। আগামী ১৫ মে-র মধ্যে দেশের সব মুখ্যমন্ত্রীকেই এ নিয়ে লিখিত মতামত জানাতে হবে।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রথম দফার লকডাউনে যে-সব পদক্ষেপ দরকার হয়েছিল, তা দ্বিতীয় দফায় দরকার হয়নি। একই ভাবে তৃতীয় দফায় যে সব পদক্ষেপ দরকার পড়েছে, তা চতুর্থ দফায় দরকার পড়বে না।’’ ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় লকডাউন বিধি শিথিল করে, অর্থনৈতিক কাজকর্ম কিছুটা শুরু হয়েছে। সে কথা বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফলে মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনে দেশের অর্থনীতিতে আরও গতি আসতে পারে।