বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সিপিএমের সিদ্ধান্ত আপাতত ঝুলে রইল।
লোকসভা ও পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। কংগ্রেসের সঙ্গে সরাসরি নির্বাচনী জোট করলে হায়দরাবাদ পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইনের খেলাপ হবে। তাই পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতির কথা ভেবে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ চাইলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। তাঁদের দাবি, কেন্দ্রীয় কমিটিই ওই সমঝোতার রাস্তা খুলে দিক।
সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায় ইঙ্গিত মিলেছে, সরাসরি জোট না করে একে অন্যের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় আঁতাঁতে যেতে পারে কংগ্রেস-সিপিএম। ইয়েচুরি বলেন, ‘‘সব কিছু চূড়ান্ত করার জন্য হাতে আরও সময় রয়েছে। আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা বাংলায় তৃণমূল ও বিজেপিকে হারাতে চাই। তার জন্য যেখানে আমরা রয়েছি, সেখানে থাকছি। যেখানে থাকব না, সেখানে তাকেই ভোট দেব, যে বিজেপি-তৃণমূলের হার নিশ্চিত করবে।’’ কেন্দ্রীয় কমিটিতে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের যুক্তি ছিল, পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপি নিজেদের মধ্যেই মেরুকরণ করে ফেলছে। এ ক্ষেত্রে একমাত্র কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলে তবেই দু’পক্ষ মিলে গোটাদশেক আসনে লড়াই করা যাবে। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে সূর্যবাবু, বিমানবাবুরা আলাদা করেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।