নিয়মিত ঠাট্টা করত দুই দাদা, চলত মারধরও। তা-ও আবার গ্রামবাসীদের সামনে। সেই আক্রোশ থেকেই দুই তুতো দাদাকে খুন করার অভিযোগ উঠল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে।
হরিয়ানার সোনিপতের বাসিন্দা আশু নামে বছর কুড়ির ওই তরুণকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। খুন ছাড়াও বেআইনি অস্ত্র রাখার জন্য মামলা দায়ের করা হয়েছে তাঁর নামে। দিল্লির নাজাফগড় এলাকায় তিনি আত্মীয়ের বাড়ি এসেছিলেন, সেখানেই ঘটে ঘটনাটি। নাজাফগড় থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
দ্বারকার ডিসিপি আন্তো আলফোন্স বলেন, অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বামী শ্রদ্ধানন্দ কলেজের ছাত্র।তিনি বলেন, ‘‘কলেজে এসেই অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে পরিচয় হয়েছিল ওই যুবকের।ওরাই অনেকে মিলে ছেলেটির তুতো দাদা আশিসকে প্রতিশোধের পরিকল্পনা করে তাঁরা। তারা জোগাড় করে একটি ৭.৬৬ এমএম পিস্তলও।’’ পুলিশ রোহিত, মান্নু, সন্দীপ, অরুণ এবং কার্তিক নামে পাঁচ যুবককে খুঁজছে।