Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিপিএল তালিকায় নাম, অবাক দিগ্বিজয়

দারিদ্র সীমার নীচে নিজের নামটা দেখেই চমকে উঠলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। শুধু তাঁর নাম নয়, তাঁর পরিবারের অনেককেই সেই তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি দিগ্বিজয়ের। অথচ তাঁর যুক্তি, ‘‘মধ্যপ্রদেশ সরকার এবং ভারত সরকার আমার নাম, আমার ভাইয়ের এবং ছেলের নাম বিপিএল তালিকায় তুলেছে।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০২:৪৭
Share: Save:

দারিদ্র সীমার নীচে নিজের নামটা দেখেই চমকে উঠলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। শুধু তাঁর নাম নয়, তাঁর পরিবারের অনেককেই সেই তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি দিগ্বিজয়ের। অথচ তাঁর যুক্তি, ‘‘মধ্যপ্রদেশ সরকার এবং ভারত সরকার আমার নাম, আমার ভাইয়ের এবং ছেলের নাম বিপিএল তালিকায় তুলেছে। কিন্তু আমরা প্রত্যেকেই কর দিই।’’ শনিবার সকালে গোয়ায় সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে টুইটারে দিগ্বিজয় জানান, তাঁরা কেউ এই তালিকায় নাম তোলার জন্য কোনও আবেদন করেননি। তাঁকে ইচ্ছাকৃত ভাবে অপমান করার জন্যই এ ভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এবং এতে যাঁরা জড়িত, তাঁদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন দিগ্বিজয়। যদিও বিজেপির বক্তব্য, একমাত্র দিগ্বিজয়-ই এই ‘নাম-রহস্যের’ সমাধান করতে পারবেন। ‘‘কী ভাবে বিপিএল কার্ড পেলেন তিনি (দিগ্বিজয়) এবং কীসের ভিত্তিতে সেই কার্ডের সব সুযোগসুবিধা নিতে চান তিনি’’, এ বিষয়ে দিগ্বিজয়ের জবাবদিহি চেয়েছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Digvijay Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE