৩০ নম্বর জাতীয় সড়কের তলায় বাঁধা রয়েছে টাইম বোমা। খবর পেয়ে ছুটলেন বম্ব স্কোয়াডের কর্মীরা। বোমা নিষ্ক্রিয় করা গেল, কিন্তু পাশে পড়ে থাকা চিরকুট দেখে চোখ কপালে প্রশাসনের। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে রয়েছে হুমকি। বুধবার ৭৩তম সাধারণতন্ত্র দিবসে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রেওয়ায়।