প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল নিয়ে যা করার দিল্লি পুলিশকেই করতে হবে। বিতর্কিত কৃষি আইন নিয়ে নিয়ে টানাপড়েনের মধ্যে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার সকালে বিষয়টি থেকে হাত তুলে নেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এ নিয়ে কোনও রায় শোনাবে না শীর্ষ আদালত। পুলিশকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার পর দিল্লি পুলিশের কোর্টে বল ঠেলে দেয় কেন্দ্রও।
কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে কেন্দ্রীয় সরকারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু বুধবার শুনানি চলাকালীন আদালতের তরফে বলা হয়, ‘‘সভা এবং মিছিলে অনুমতি দেওয়া, না দেওয়া নিয়ে আদালতের রায় দেওয়া ঠিক নয়। এটা সম্পূর্ণ ভাবে পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে। পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কোনও রায় শোনাব না।’’ এর আগে সোমবারও একই কথা জানিয়েছিল প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
বুধবার দশম দফায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিরা। বিতর্কিত ৩টি আইন তুলে নেওয়ার দাবিতেই এখনও অনড় তাঁরা। সেই দাবি নিয়েই ২৬ জানুয়ারি রাজধানীতে ট্র্যাক্টর মিছিল নিয়ে ঢোকার পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের বিক্ষোভের ছবি দেশের ভাবমূর্তির পক্ষে মোটেই সুখকর হবে না বলে আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে কৃষকরা আগেই জানিয়ে দিয়েছিলেন, শান্তিপূর্ণ মিছিলই করবেন তাঁরা। তাঁদের জন্য রাজপথে কুচকাওয়াজেও কোনও রকম বিঘ্ন ঘটবে না।