রাফাল যুদ্ধবিমানের জন্য ভারত সরকার ফান্সে ছুটছে। অথচ দেশেরই গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (হ্যাল) ধুঁকছে আর্থিক সঙ্কটে। সম্প্রতি এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। তাতে বলা হয়েছে, গত ২০ বছরে হ্যাল-কে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি।
জানা গিয়েছে, আর্থিক সঙ্কট এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীদের বেতন দিতে বাইরে থেকে টাকা ধার করতে হচ্ছে। শুধু তাই নয়, ধার করা টাকা দিয়েও চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে আবার ধার করতে হচ্ছে। যা হ্যাল-এর ইতিহাসে নজিরবিহীন।
হ্যাল-এর সিএমডি আর মাধবনের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সংস্থার হাতে টাকা নেই। ওভারড্রাফ্টের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ১ হাজার কোটি টাকা ধার করতে হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ ভাবে চলতে থাকলে আগামী ৩১ মার্চের মধ্যে ৬ হাজার কোটি টাকা ঘাটতির মুখে পড়তে হবে সংস্থাকে। যা কোনও ভাবেই পূরণ করা সম্ভব নয়। কোনও প্রোজেক্ট তো দূর অস্ত্, ধার করে কোনওক্রমে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে।’