Advertisement
২৩ এপ্রিল ২০২৪

তফসিলি বলে ফের পরীক্ষা নয়: হাইকোর্ট

তফসিলি জাতি-উপজাতিভুক্ত বলেই কোনও প্রার্থীকে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যায় না। একটি মামলায় বৃহস্পতিবার এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:২৩
Share: Save:

তফসিলি জাতি-উপজাতিভুক্ত বলেই কোনও প্রার্থীকে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যায় না। একটি মামলায় বৃহস্পতিবার এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

বি.টেক কোর্সের প্রথম চারটি সেমিস্টারে উত্তীর্ণ না হয়েও তৃতীয়বর্ষে ভর্তির আর একটা সুযোগ পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুনরায় তাঁর পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছিলেন গৌরব জোশী নামে এক পড়ুয়া। স্বাভাবিক ভাবেই গৌরবের আবেদন সে সময় খারিজ করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে যান গৌরব। সেখানেও খারিজ হয়ে যায় তাঁর আর্জি। মে মাসের শেষে এর পর হাইকোর্টের দ্বারস্থ হন গৌরব। সেই মামলার সূত্রেই বিচারপতি মুক্তা গুপ্ত এবং ভি পি ব্যাসের ডিভিসন বেঞ্চ এ দিন জানিয়েছে, গৌরব তফসিলি জাতিভুক্ত শুধুমাত্র এ কারণেই তাঁকে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যায় না। সেই সঙ্গে তৃতীয়বর্ষে গৌরবের ভর্তি বাতিল নিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে তারা। আদালত জানিয়েছে, সমাজে সকলের সমান অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হলে সবার আগে অর্থনৈতিক আর সামাজিক বিভাজনগুলি দূর করতে হবে। পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিকে সাহায্য করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আরও সতর্ক হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

High court scheduled caste Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE