শুক্রবার কাকভোরে এসেছিল ফোন! বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ কন্ট্রোল রুমকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানিয়েছিলেন, সেখানে বোমা রাখা রয়েছে।
তড়িঘড়ি বিমানবন্দর জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। এমনকি, উড়ান থামিয়ে বিমানের অন্দরের চলে বোমার খোঁজ। সাত সকালে বিমানবন্দরে ছুটে আসেন বেঙ্গালুরু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে ‘করণীয়’ সংক্রান্ত আচরণবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বাএসওপি) মেনে এটিসি-র মাধ্যমে অবতরণকারী বিমানের পাইলটকেও সমস্ত বিষয়টি জানানো হয়!