একজন বা দু’জন নয়, মোট ১৬ জন মহিলাকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তা সত্ত্বেও জেলের বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছিল এক সিরিয়াল কিলার। এমনকি তার পরেও ২ জন মহিলাকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হায়দরাবাদের সেই সিরিয়াল কিলারকে এ বার গ্রেফতার করল পুলিশ। খুন ছাড়াও, লুঠপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রাচাকোণ্ডা পুলিশ এবং নর্থ জোন কমিশনারের টাস্কফোর্সের আধিকারিকদের যৌথ অভিযানে মঙ্গলবার মাইনা রামুলু নামের ৪৫ বছর বয়সি ওই সিরিয়াল কিলারের নাগাল মেলে। ৪৫ বছরের রামুলুর বিরুদ্ধে এর আগে ২১টি মামলা ঝুলছিল, যার মধ্যে ১৬টি খুনের মামলা, ৪টি সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি এবং পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার মতো মামলাও ছিল।
যে ১৬টি খুনের মামলা ছিল রামুলুর বিরুদ্ধে, তাতে নিহতেরা সকলেই মহিলা। সেই মামলায় আদালতে দোষী সাব্যস্তও হয় রামুলুও। তার পরেও তেলঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়ে জেলের বাইরে বেরিয়ে আসে সে। সম্প্রতি সিদ্দিপেট কমিশানেরেটের অন্তর্গত মুলুগু থানা এবং গটকেশ্বর থানায় দাখিল হওয়া ২টি খুনের মামলায় তার নাম উঠে আসে। তাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।