Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পাকিস্তান নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ দিল্লির

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এই ইঙ্গিত দিয়েছেন। তবে নয়াদিল্লির তরফে এ দিন বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারত চায় সন্ত্রাস বন্ধে পাকিস্তানকে চাপ দিক আমেরিকা।

নিকি হ্যালি

নিকি হ্যালি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:৩৭
Share: Save:

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এই ইঙ্গিত দিয়েছেন। তবে নয়াদিল্লির তরফে এ দিন বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারত চায় সন্ত্রাস বন্ধে পাকিস্তানকে চাপ দিক আমেরিকা। কিন্তু ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ের ক্ষেত্রগুলিতে তৃতীয় কারও হস্তক্ষেপ মানা হবে না।

মার্কিন মুলুকে ক্ষমতা বদলের পরে ট্রাম্প প্রশাসন ভারত সম্পর্কে কী নীতি নিয়ে এগোবে, তা এখনও সাউথ ব্লকের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়া খুবই সতর্ক ভাবে দিয়েছে দিল্লি। গত কাল হ্যালি সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি রয়েছে, তা নিয়ে ট্রাম্প প্রশাসন বিশেষ ভাবে উদ্বিগ্ন। এই সংঘাত কী ভাবে কমানো যায়, তা খতিয়ে দেখতে চাইছি আমরা।’’ হ্যালি এ-ও বলেন, ‘‘কিছু ঘটে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত নয়।’’ এর সঙ্গেই তাঁর ইঙ্গিত, দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় খোদ মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করতে আগ্রহী।

আরও পড়ুন: চিন সহজে থামবে কি? শঙ্কায় দিল্লি

কাশ্মীর-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চালাতে আন্তর্জাতিক সংস্থা কিংবা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি ইসলামাবাদ। কিন্তু ভারত মনে করে, এ সব বিষয়ে আলোচনায় তৃতীয় পক্ষের দরকার নেই। এটাই ভারতের দীর্ঘদিনের অবস্থান। ওয়াশিংটনের বক্তব্যের প্রতিক্রিয়া আজ সেই ভাষাতেই দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলের মন্তব্য, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও বিষয় নিয়ে আলোচনার জন্য সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রয়োজন। আমরা আশা করছি, আন্তর্জাতিক সংস্থাগুলি পাকিস্তানের থেকে সৃষ্টি হওয়া সন্ত্রাস বন্ধের জন্য চাপ দেবে।’’ তবে কাশ্মীর-সহ বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা ভারত যে বরদাস্ত করবে না, সাউথ ব্লক তা বুঝিয়ে দিয়েছে। নয়াদিল্লির মতে, পাকিস্তানের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস বন্ধে যে কোনও ধরনের হস্তক্ষেপ স্বাগত। কিন্তু ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে তৃতীয় পক্ষকে জায়গা দেওয়া হবে না।

বাজপেয়ী জমানায় বিল ক্লিন্টন কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ক্লিন্টনের সেই প্রস্তাব ফিরিয়ে দেন বাজপেয়ী। পরে বারাক ওবামা বলেছিলেন, পাকিস্তান ও আফগানিস্তানের সমস্যাগুলির দিকে যে মার্কিন দূত নজর দেবেন, তিনি ভারত-পাক সমস্যার দিকে নজর রাখতে সক্ষম। কিন্তু ওবামার প্রস্তাবেও সাড়া দেয়নি মনমোহন সরকার। এ বার ট্রাম্প প্রশাসনের তরফে মধ্যস্থতার প্রস্তাবও ফিরিয়ে দিল মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE