Advertisement
E-Paper

কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতা দিয়ে ভারতে ছুটবে ট্রেন!

বিশ্বের উচ্চতম রেল সেতু বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় রেল। মণিপুরে ইজাই নদীর উপত্যকায় উচ্চতম এই রেল সেতু বানানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ২০:৪২
মনিপুরে তৈরি হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ। ছবি রেলমন্ত্রী পীযূষ গয়ালের ফেসবুক পেজ থেকে।

মনিপুরে তৈরি হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ। ছবি রেলমন্ত্রী পীযূষ গয়ালের ফেসবুক পেজ থেকে।

ট্রেনে চেপে যাচ্ছেন কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতা দিয়ে! কখনও ভেবেছেন এ রকম?

যদি ভেবে থাকেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আপনার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কারণ বিশ্বের উচ্চতম রেল সেতু বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় রেল। মণিপুরে ইজাই নদীর উপত্যকায় উচ্চতম এই রেল সেতু বানানো হচ্ছে। এর উচ্চতা হবে ১৪১ মিটার। কুতুব মিনারের উচ্চতা ৭৩ মিটার। অর্থাত্ এই সেতু কুতুব মিনারের প্রায় দ্বিগুন। মণিপুরের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রেল সেতু। জিরিবাম-তুপুল-ইম্ফলের সংযোগকারী ব্রডগেজ লাইনের জন্য তৈরি করা হচ্ছে এই গার্ডার রেলসেতু।

এই মুহূর্তে পৃথিবীর উচ্চতম রেল সেতু আছে ইউরোপে। ইউরোপের মন্টিনিগ্রোয় মালা-রিজেকা রেলপথে এই সেতু রয়েছে। তার উচ্চতা ১৩৯ মিটার। সেই সেতুকে টপকে পৃথিবীর উচ্চতম রেল সেতু হতে চলেছে মনিপুরে।

মণিপুরের এই রেল সেতু তৈরির দায়িত্ব নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের। ‘স্লিপ ফর্ম টেকনিক’ ব্যবহার করে হাইড্রোলিক যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হচ্ছে এই সেতুর স্তম্ভগুলি।

আরও পড়ুন: কংগ্রেস পার্টি অফিসে বাজছে ঢোল-পুড়ছে বাজি, বিজেপির অফিস শুনশান!

ইজাই নদীর উপত্যকায় তৈরি বিশ্বের উচ্চতম এই সেতুটি প্রায় ৭০৩ মিটার লম্বা হবে। জিরিবাম-তুপুল-ইম্ফলের সংযোগকারী ১১১ কিলোমিটার লম্বা ব্রডগেজ লাইনের উপর তৈরি করা হচ্ছে এই সেতু। এই ব্রডগেজ প্রকল্পে মোট ৪৫টি টানেল থাকবে। তার মধ্যে ১২ নম্বর টানেলটি হবে প্রায় ১০ কিলোমিটার লম্বা।

এই সেতু তৈরি করতে খরচ হবে প্রায় ৪০০ কোটি টাকা। যেখানে ব্রডগেজ রেলপথ প্রকল্পটি তৈরিতে ১৩ হাজার ৮০০ কোটি টাকা খরচ হবে।

আরও পড়ুন: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: কে কী বললেন?

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদেরদেশবিভাগে।)

World's Tallest Railway Bridge Manipur Indian Railway 141 Meters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy