মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেট ছিল। ছিল উপগ্রহের ব্যবহারও। না হলে সঞ্জয় কী ভাবে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সবিস্তার বর্ণনা ঘরে বসে শুনিয়েছিলেন? এই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।
কম্পিউটার সংক্রান্ত একটি সরকারি কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ইন্টারনেট এবং উপগ্রহ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘‘ও সব বিষয় ভারতে লক্ষাধিক বছর ধরে রয়েছে। আমাদের সংস্কৃতি অনেক ঐতিহ্যশালী।’’ তার পরেই বিপ্লব বলেন, ‘‘মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল। সে কারণেই তো সঞ্জয় হস্তিনাপুরে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের সমস্ত বর্ণনা দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনাতে পেরেছিলেন।’’