Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গোমেনের তাণ্ডব, জলমগ্ন ঝাড়খণ্ড

ঘুর্ণিঝড় গোমেনের প্রভাবে আগামী দু’-তিন দিন ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঁচির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এই ঘুর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি খুইয়ে ফেললেও এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর, পাকুর, খুঁটি, পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৪:১৩
Share: Save:

ঘুর্ণিঝড় গোমেনের প্রভাবে আগামী দু’-তিন দিন ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঁচির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এই ঘুর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি খুইয়ে ফেললেও এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর, পাকুর, খুঁটি, পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে, গত কাল বিকেল থেকে রাতভর টানা বৃষ্টিতে দুমকার বিভিন্ন এলাকা বিপর্যস্ত। বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে পড়েছে। ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগও বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি জায়গায় পানীয় জল সরবরাহ বন্ধ। রসিকপুর, বক্সিবাঁধ এলাকার বাসিন্দাদের বাড়ির ভিতর জল ঢুকে গিয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দেওঘরের মহেশপুর ও দুমকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE