Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Karnataka

অ্যাম্বুল্যান্স অমিল, বিনামূল্যে নিজের অটোতে গর্ভবতীদের হাসপাতালে পৌঁছে দেন এই অটো ড্রাইভার

নিজের গর্ভবতী বোনকে পাঁচ বছর আগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খুবই সমস্যায় পড়েছিলেন। বারবার খুঁজেও অ্যাম্বুল্যান্স পাননি কোনও। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেই অসাধারণ একটি কাজ শুরু করলেন কর্নাটকের বাসিন্দা মল্লিকার্জুন, পেশায় যিনি একজন অটোরিকশা চালক।

ছবি: টুইটার

ছবি: টুইটার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:৩২
Share: Save:

নিজের গর্ভবতী বোনকে পাঁচ বছর আগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খুবই সমস্যায় পড়েছিলেন। বারবার খুঁজেও অ্যাম্বুল্যান্স পাননি কোনও। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেই অসাধারণ একটি কাজ শুরু করলেন কর্নাটকের বাসিন্দা মল্লিকার্জুন, পেশায় যিনি একজন অটোরিকশা চালক।

দিনের যে কোনও সময় গর্ভবতীদের জরুরি পরিস্থিতিতে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে নিজের অটো নিয়ে হাজির থাকেন তিনি। গত পাঁচ বছর ধরেই তিনি এই কাজটি করে আসছেন বলে জানিয়েছেন। এখনও অবধি ১০০ জনেরও বেশি গর্ভবতীকে বিনামূল্যে এই পরিষেবা দিয়েছেন বলে দাবি করেছেন মল্লিকার্জুন।

কর্নাটকের শান্তিনগরের কালবুর্গির বাসিন্দা মল্লিকার্জুনের মোট চারটি অটো আছে। সবক’টি অটোর পিছনেই পরিষ্কার করে তাঁর ফোন নম্বর এবং এই পরেষেবা সম্পর্কে লেখা আছে। তিনি চান, এই ধরনের সমস্যায় যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়াতে, যাতে প্রয়োজনীয় পরিষেবা পেতে তাঁদের দেরি না হয়। নিজের বোনের পরিস্থিতিই যে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাঁকে, তাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পদ্মশ্রী ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন গীতা মেহতা

আরও পড়ুন: আমি মন্ত্রীদেরও বাপ, হুঙ্কার দিলেন রমা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE