![নীরব মোদী:
হিরে ব্যবসায়ী নীরব মোদীকে নিয়ে এখন দেশ উত্তাল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখা থেকে প্রায় ১১ হাজার ৫৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। নোটবন্দির সময়ে প্রচুর সোনা ও হিরে কিনে কালো টাকা সাদা করেছেন বলে অভিযোগ। এর পর দেশ ছেড়েছেন। তবে, এই মুহূর্তে কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। একটি বেসরকারি চ্যানেলের দাবি, নীরব নিউ ইয়র্কে। চার সপ্তাহের জন্য তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে।](https://assets.telegraphindia.com/abp/2018/2/17/1608477940_5fdf6cf4e5295_nirav-modi.jpg)
নীরব মোদী: হিরে ব্যবসায়ী নীরব মোদীকে নিয়ে এখন দেশ উত্তাল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখা থেকে প্রায় ১১ হাজার ৫৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। নোটবন্দির সময়ে প্রচুর সোনা ও হিরে কিনে কালো টাকা সাদা করেছেন বলে অভিযোগ। এর পর দেশ ছেড়েছেন। তবে, এই মুহূর্তে কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। একটি বেসরকারি চ্যানেলের দাবি, নীরব নিউ ইয়র্কে। চার সপ্তাহের জন্য তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে।