Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Karnataka Assembly Election 2018

কংগ্রেস-জেডি (এস) কি ভবিষ্যতেও এই হাসি বজায় রাখতে পারবে

সন্ধ্যায় রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন ইয়েদুরাপ্পা। রাজ্যপালের ডাক এলেই সরকার গড়ার জন্য দাবি জানাবেন কংগ্রেস এবং জিডি (এস) নেতৃত্ব।

জয়ের হাসি। কুমারস্বামী এবং সিদ্দারামাইয়া।

জয়ের হাসি। কুমারস্বামী এবং সিদ্দারামাইয়া।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ১৯:০১
Share: Save:

প্রশ্নটা থেকেই গেল।

বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ইস্তফা দিলেও কর্নাটকে আগামী পাঁচ বছর নিশ্চিন্তে রাজপাট সামলাতে পারবে তো কংগ্রেস-জেডি (এস) জোট?

সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপে মাত্র ২৮ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পেরে ইস্তফা দিয়েছেন এক দিনের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। সর্বাত্মক চেষ্টা করেও ছোঁয়া যায়নি ম্যাজিক ফিগার। ফলে কর্নাটকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়েই আজ ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা। বিধায়ক ভাঙাতে না পারায় গেলেন না আস্থা ভোটের পথে। আজ সন্ধ্যায় রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন ইয়েদুরাপ্পা। রাজ্যপালের ডাক এলেই সরকার গড়ার জন্য দাবি জানাবেন কংগ্রেস এবং জিডি (এস) নেতৃত্ব।

আপাতত ছ’মাসের জন্য নিশ্চিন্ত থাকতে পারে হারাদানাহাল্লি দেবগৌড়া কুমারস্বামীর সরকার। কারণ, ছ’মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব আনতে পারবে না বিজেপি। কিন্তু তার পরে কী হতে পারে সে ব্যাপারে নানা মহলেই ধন্দ আছে। কারণ, ইস্তফা দেওয়ার আগে আজ বেঙ্গালুরুতে বিধান সৌধে ইয়েদুরাপ্পা স্পষ্ট করেই বলেন, ‘‘খুব শীঘ্রই আবার ভোট হবে। ইস্তফা দিয়েই আমি রাজ্যের প্রান্তিক এলাকায় সফরে যাব। আমি আশা করছি, এর পরের বার অন্তত দেড়শো আসন নিয়ে আসব।’’

তবে কংগ্রেস-জেডি (এস) জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। আজ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপিকে পরাস্ত করতে এই জোট আগামী দিনেও বজায় থাকবে। লোকসভা নির্বাচনেও বিজেপি-বিরোধী দলগুলি একসঙ্গে মাঠে নামবে।’’

রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কুমারস্বামী। শনিবার। ছবি: পিটিআই

আরও পড়ুন: কর্নাটকে রণে ভঙ্গ দিল বিজেপি, ইস্তফা ইয়েড্ডির, সোমবার শপথ কুমারস্বামীর

এরই পাশাপাশি, বিজেপির এই হারের পিছনে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও স্বীকার করে নিয়েছে কংগ্রেস। কারণ, রাজ্যপাল বাজুবাই বালা সরকার গড়ার জন্য ইয়েদুরাপ্পাকে ১৫ দিন সময় দেওয়ার পর থেকেই বিজেপি শিবির বুক ঠুকে বলতে থাকে, তারা অনায়াসে কংগ্রেস-জেডি(এস) ভাঙিয়ে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা জোগাড় করে নেবে। কিন্তু খেলা ঘুরে যায় গতকাল। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২৮ ঘণ্টার মধ্যে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পাকে। ফলে এক রাতের মধ্যে সমর্থন জোগাড়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বিজেপি নেতৃত্ব। বিরোধী শিবিরের বিধায়ক ভাঙানোর চেষ্টা করেও হাল ছাড়তে হয় ইয়েদুরাপ্পাকে।

আরও পড়ুন: চলে আসুন মন্ত্রী করে দেব, ‘ইয়েদুরাপ্পার অডিও’ ফাঁস, দেখুন সেই কথোপকথন

আজ দুপুরের মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে যায়, প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ে ব্যর্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। তার পরেই দলের নির্দেশ যায়, ভোটাভুটি করে আরও এক দফা মুখ পোড়ানোর পরিবর্তে ইয়েদুরাপ্পা ইস্তফা দিন। উপায় না দেখে শেষ পর্যন্ত বিধানসভায় আবেগপূর্ণ ভাষণ দিয়ে ইস্তফা দেন ইয়েদুরাপ্পা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE