লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীদের মতো প্রবীণ নেতারা ভোটে লড়বেন কি না, তা তাঁদের উপরেই ছেড়ে দিতে চান বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাতে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে প্রায় তিন ঘণ্টা ধরে চলা বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সের নেতারা ভোটে লড়তে পারবেন। কিন্তু দল এবং সরকারে তাঁদের কোনও পদ দেওয়া হবে না।
নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই একটি অঘোষিত নিয়ম চালু হয়েছিল যে, ৭৫ বছরের উপরের নেতাদের কোনও পদ দেওয়া হবে না। ক্ষমতায় এসেই আডবাণী, জোশীদের নিয়ে একটি ‘মার্গ দর্শক মণ্ডলী’ গঠন করা হয়। বলা হয়েছিল, বিজেপির সব বড় সিদ্ধান্তে ওই প্রবীণ নেতাদের মতামত নেওয়া হবে। কিন্তু গত পাঁচ বছরে
এই মণ্ডলীর একটিও বৈঠক হয়নি। প্রবীণদের থেকে পরামর্শ নেওয়া তো দূরস্থান। ফলে এ বার ভোটের আগে এই নেতারা প্রার্থী হতে পারবেন কি না, সেই প্রশ্ন আবার উঠে আসছিল দলের মধ্যে।