মধ্যপ্রদেশ হাই কোর্টের মতে, লিভ ইন সম্পর্ক এই সময়ে একটি স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। আদালতে যে সব শ্লীলতাহানির অভিযোগ আসে, তার অধিকাংশ লিভ ইন সম্পর্ক থেকে জাত। সম্প্রতি মধ্যপ্রদেশ হাই কোর্ট ২৫ বছর বয়সি এক যুবকের অগ্রিম জামিন খারিজ করল। যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রেমিকাকে পর পর দু’বার জোর করে গর্ভপাত করাতে বলেন। দু’জনে একসঙ্গে থাকাকালীন যুবতীর অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্ক স্থাপন করতেন তিনি।
পরে যুবতীটি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তাঁর বাড়ির লোকেরাই দেখাশোনা করে তাঁর বিয়ে ঠিক করেন। সেই খোঁজ পেতেই প্রাক্তন প্রেমিক ভয় দেখাতে শুরু করেন মেয়েটিকে। এমনকি মেয়েটির যে বাড়িতে বিয়ে ঠিক হয়, সেই পরিবারের সদস্যদের ভিডিয়ো কলে আত্মহত্যার হুমকিও দিতে থকেন যুবকটি। বারবার হুমকি দেওয়ায় অবশেষে বিয়েই ভেঙে যায় মেয়েটির।