Advertisement
০৩ মে ২০২৪
Triple Talaq

হ্যাকারদের খপ্পরে পড়ে দেড় লক্ষ টাকা খোয়ানোর ‘অপরাধ’, স্ত্রীকে তিন তালাক স্বামীর

স্বামী তিন তালাক দেওয়ার পর মহিলা পুলিশের দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে বেআইনি ভাবে তিন তালাক দেওয়ার অভিযোগ দায়ের করেন।

Triple talaq

স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ। গ্রাফিক: সনৎ দেবনাথ।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৩:৪৭
Share: Save:

সাইবার হানার শিকার হয়ে দেড় লক্ষ টাকা খুইয়েছিলেন মহিলা। সে কথা স্বীকার করতেই তাঁকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়ার।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১ এপ্রিল বছর বত্রিশের ওই মহিলা হ্যাকারদের খপ্পড়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, টাকা খোয়ানোর বিষয়টি স্বামীকে জানাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অভিযোগ, টাকা খোয়ানোর ‘অপরাধে’ মহিলাকে তিন তালাক দেন তাঁর স্বামী।

স্বামী তিন তালাক দেওয়ার পর মহিলা পুলিশের দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে বেআইনি ভাবে তিন তালাক দেওয়ার অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, স্বামীর বিরুদ্ধে পণের জন্য অত্যাচারেরও অভিযোগ দায়ের করেন মহিলা। কেন্দ্রাপাড়ার সদর থানার ইনস্পেক্টর সরোজকুমার সাহু জানিয়েছেন, মহিলার স্বামীর বিরুদ্ধে মুসলিম বিবাহ অধিকার সুরক্ষা আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতির বিয়ে হয়েছিল ১৫ বছর আগে। মহিলার স্বামী বর্তমানে গুজরাতে থাকেন।

২০১৭ সালে তিন তালাক নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এর পরেও যদি কেউ এই কাজ করেন, তা হলে তাঁর তিন বছর কারাদণ্ড হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Triple Talaq Odisha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE