Advertisement
২০ এপ্রিল ২০২৪

কুকুরের আধার কার্ড, গ্রেফতার মালিক

পুত্রতুল্য কুকুরের আধার কার্ড বানিয়ে চরম বিপাকে পড়েছেন মালিক মহম্মদ আজম খান। গত কাল তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দোষ একটাই, নিজের ছেলে থুড়ি নিজের পোষ্য কুকুরের জন্য আধার কার্ড বানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩০
Share: Save:

কুকুর বলে কি এ দেশের নাগরিক নয়!

পুত্রতুল্য কুকুরের আধার কার্ড বানিয়ে চরম বিপাকে পড়েছেন মালিক মহম্মদ আজম খান। গত কাল তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দোষ একটাই, নিজের ছেলে থুড়ি নিজের পোষ্য কুকুরের জন্য আধার কার্ড বানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গে কুকুরের ছবি-সহ অ্যাডমিট কার্ডের পরে এ বার মধ্যপ্রদেশে কুকুরের আধার কার্ড। উমরি শহরে একটি সংস্থায় আধার কার্ড বিষয়ক নানা কাজে তদারকি করেন আজম। শখ হয়, নিজের পোষ্যের জন্যেও একটি আধার কার্ড বানাবেন। যেমন ভাবা, তেমন কাজ! কার্ডে লেখা রয়েছে, ‘টমি সিংহ, শেরু সিংহের সন্তান, পুংলিঙ্গ’।

আধার কার্ড হাতে না পাওয়া এলাকার এক বাসিন্দাই পুলিশে খবর দেন। তার ভিত্তিতে গ্রেফতার হন মালিক। কুকুরের আধার কার্ডটিও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, আর কোনও পশুর নামে আধার কার্ড হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar police Dog Admit card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE