বিয়ের বিজ্ঞাপনী ওয়েবসাইটে নিজেকে এমবিএ হিসাবে পরিচয় দিতেন তিনি। এ ভাবেই একের পর এক পাত্রীর সঙ্গে আলাপ জমাতেন। আলাপ জমে উঠতেই তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিতেন। দেশ জুড়ে ১০০ মহিলাকে প্রতারণার করার অভিযোগ উঠল ওড়িশার যুবক ফারহান খানের বিরুদ্ধে।
মিরর নাও-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফারহানের প্রতারণার শিকার হয়েছেন এমস-এর এক চিকিৎসক। তিনি বিষয়টি পুলিশের নজরে আনেন। তদন্তে নেমে পুলিশ চমকে ওঠে। ১৮ দিন ধরে লাগাতার ফারহানের গতিবিধির উপর নজর রাখার পর অবশেষে গ্রেফতার করা হয় ফারহানকে।