Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
National News

লাইভ: ইভিএম বিভ্রাট ছাড়া ত্রিপুরার ভোট নির্বিঘ্নেই

বাম জমানার আরও অগ্রগতি না বিজেপি-র হাত ধরে পরিবর্তনের সরকার? কী রায় দেবে ত্রিপুরা?

মানিক-জমানার বদল কি ঘটাতে পারবে বিজেপি? ছবি: পিটিআই।

মানিক-জমানার বদল কি ঘটাতে পারবে বিজেপি? ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৪
Share: Save:

মানিক না ‘হীরা’— কোন দিকে ঝুঁকবে ত্রিপুরা? উত্তর-পূর্বের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে তারই পরীক্ষা আজ, রবিবার। বাম জমানার আরও অগ্রগতি না বিজেপি-র হাত ধরে পরিবর্তনের সরকার? কী রায় দেবে ত্রিপুরা? তা জানা যাবে আগামী ৩ মার্চ। সে দিনই ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনের আগে থেকেই রাজ্যে জোরদার প্রচার চালিয়ে ঢেউ তুলেছে বিজেপি। বিভিন্ন জনসভায় ত্রিপুরায় পা রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। একটানা ২৫ বছরের বাম জমানাকে পাল্টে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি সোনামুড়ায় একটি জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সরাসরি আক্রমণ করে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেছেন, “মানুষের সময় খারাপ হলে হাতের আঙুলে পাথর লাগায়। কিন্তু এখানকার মানুষ ভুল পাথর মানিককে লাগিয়ে ২৫ বছর ধরে ঘুরছেন! ভুল পাথর লাগালে ভাগ্য বা সময় ফেরে না। মানিককে দিয়েও কিছু হবে না!’’ ওই সভা থেকেই প্রধানমন্ত্রীর আহ্বান ছিল, “মানিক থেকে মুক্তি নিন। এ বার হীরা নিতে হবে!” ইংরেজি অক্ষর ধরে ধরে ‘হীরা’র অর্থ বুঝিয়েছেন তিনি। মোদীর মতে, “এইচ মানে হাইওয়ে, আই মানে ইন্টারনেট, আর মানে রেলওয়ে এবং এ মানে এয়ারওয়ে।”

কেমন চলছে ভোট? দেখে নিন এক ঝলকে

• ইভিএম বিভ্রাট ছাড়া এখনও পর্যন্ত কোনওরকম অশান্তির খবর নেই। জানিয়েছে নির্বাচন কমিশন।

• বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.২৫ শতাংশ।

• কয়েকটি বুথে ইভিএম খারাপের খবর এসেছে। এর জন্য ভোটে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে।

ভোট দিয়ে বেরিয়ে আসছেন মানিক সরকার।

• সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১ শতাংশ।

• সকাল সাড়ে ৯টা। আগরতলায় ভোট দিলেন মানিক সরকার।

• সকাল ৯টা ১৩ মিনিট। ত্রিপুরার বিজেপি সভাপতি বিপ্লবকুমার দেব উদয়পুরে ভোট দিলেন। তিনি এই নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

• বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য রয়েছে হেলিকপ্টার, রয়েছে একটি এয়ার অ্যাম্বুল্যান্সও।

চলছে ভোট। বুথের বাইরে কড়া প্রহরায় বাহিনী।

• শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনশো কোম্পানি কেন্দ্রীয়বাহিনী নিযুক্ত করা হয়েছে ত্রিপুরায়। পাশাপাশি রয়েছে রাজ্য সশস্ত্র বাহিনীও।

• সকাল সাড়ে ৭টা। টুইট করে প্রধানমন্ত্রী ত্রিপুরাবাসীকে ভোট দেওয়ার আবেদন করেন।

আরও পড়ুন
চলো পাল্টাই বনাম উল্টাই, আজ ত্রিপুরায় লড়াই

• সিপিএম প্রার্থীর মৃত্যুতে চড়়িলাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকছে। আগামী ৩ মার্চ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ১২ মার্চ চড়়িলাম কেন্দ্রে উপনির্বাচন হবে।

• এর মধ্যে মহিলা ভোটার ১২ লক্ষ ৬৮ হাজার ২৭ জন, পুরুষ ভোটার ১৩ লক্ষ ৫ হাজার ৩৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১জন।

• রাজ্যের ৫৯টি বিধানসভা আসনের ৩ হাজার ২১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটারের হাতে রয়েছে ত্রিপুরার সরকার নির্ধারণের চাবিকাঠি।

• সকাল ৭টা। ভোট শুরু হয়ে যায় ত্রিপুরায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত।

ছবি: বাপি রায়চৌধুরী।

অন্য বিষয়গুলি:

Tripura Tripura Assembly Election Tripura Assembly Election 2018 ত্রিপুরা নির্বাচন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy