Advertisement
৩০ নভেম্বর ২০২৩
National News

শেল নিষ্ক্রিয় করতে গিয়ে সেনা অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ, মহারাষ্ট্রে মৃত ৬

নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে রয়েছে সেনার অস্ত্রভাণ্ডারটি। সেনা সূত্রে খবর, এ দিন সকাল ৭টা নাগাদ ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সাতসকালেই বিস্ফোরণে কেঁপে উঠল ওয়ার্ধা জেলা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সাতসকালেই বিস্ফোরণে কেঁপে উঠল ওয়ার্ধা জেলা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১০:২৭
Share: Save:

মহারাষ্ট্রে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে ফের বিস্ফোরণ। মঙ্গলবার এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত জনাদশেক।

নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে রয়েছে সেনার অস্ত্রভাণ্ডারটি। সেনা সূত্রে খবর, এ দিন সকাল ৭টা নাগাদ ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ দিন অস্ত্রভাণ্ডারের পুরনো গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চলছিল। মধ্যপ্রদেশের খামারিয়ার এক অস্ত্রাগারকে সে কাজে বরাত দেওয়া হয়েছিল। ওই অস্ত্রাগারের আধিকারিকেরা এ দিন সকালে পুলগাঁওয়ের অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো গোলাবারুদগুলি নিষ্ক্রিয় করছিলেন। সে সময়ই আচমকাই একটি ২৩এমএম শেল-এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে প্রায় গোটা এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওয়ার্ধা পুলিশের এক শীর্ষ আধিকারিক নিখিল পিঙ্গল বলেন, “একটি বাক্সের মধ্যে থেকে পুরনো শেল বার করা হচ্ছিল। সে সময় একটি শেল ফেটে যায়।” তিনি জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে অস্ত্রকারখানার এক কর্মী-সহ তিন জন শ্রমিকও রয়েছেন। এ দিনের ঘটনার তদন্ত করা হবে জানিয়েছেন এক সেনা আধিকারিক।

আরও পড়ুন: নেতা হওয়ার যোগ্য সবাই, নবান্নে বৈঠকের পর বললেন মমতা-নায়ডু

পুলগাওয়ে সেনার এই অস্ত্রভাণ্ডারে এর আগেও এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। ২০১৬-তে অস্ত্রভাণ্ডারের ভিতরে ভয়াবহ আগুন লাগে। তাতে দু’জন সেনা আধিকারিক-ছাড়াও ১৫ জন নিরাপত্তারক্ষী মারা যান। আহত হয়েছিলেন ১৯ জন।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE