Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভর্তুকিতে আধার নিয়ে নরম কেন্দ্র

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েই ভর্তুকি প্রশ্নে বাধ্যতামূলক আধার কার্ডের নীতি থেকে পিছিয়ে এল কেন্দ্র। আধার কার্ড থাকলে তবেই বৃত্তি পাবেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা— বুধবারই সরকারের এই নিয়মে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ম বাধ্যতামূলক হতে পারে না।

অনমিত্র সেনগুপ্ত
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১২
Share: Save:

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েই ভর্তুকি প্রশ্নে বাধ্যতামূলক আধার কার্ডের নীতি থেকে পিছিয়ে এল কেন্দ্র।

আধার কার্ড থাকলে তবেই বৃত্তি পাবেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা— বুধবারই সরকারের এই নিয়মে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়ম বাধ্যতামূলক হতে পারে না। এর পরেই পিছু হটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, পড়ুয়াদের কেন্দ্রীয় অনুদান পাওয়ার প্রশ্নে আধার কার্ড বাধ্যতামূলক নয়। বিতর্ক এবং শীর্ষ আদালতের বক্তব্যের পরে সুর নরম করে আগের অবস্থান থেকে পিছিয়ে এসে আধার কর্তৃপক্ষ জানিয়েছেন, আধার না থাকা কোনও ব্যক্তির পেনশন, গ্যাস বা শিক্ষা অনুদান বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তাঁর ওই পরিচয় পত্রটি তৈরি করে দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার।

অপচয় রুখতে ভর্তুকি দেওয়ার প্রশ্নে সুবিধাভোগীদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তখনই এ নিয়ে বিভিন্ন মহল আপত্তি তোলে। একাধিক রাজ্য সরকারও অভিযোগ করে, আধার কার্ড না থাকায় বিপুল সংখ্যক লোক ভর্তুকির সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে পশ্চিমবঙ্গও সরব হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রীদের বৈঠকে আধার নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিষয়টি সংসদে উঠলে তৃণমূল সাংসদরা অভিযোগে করেন, আধার কার্ড না থাকায় পেনশন, রান্নার গ্যাস এমনকী একশো দিনের কাজের টাকা পেতেও সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রায় ২৫ লক্ষ পড়ুয়া। জট কাটাতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছে দরবার করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফেও আলাদা ভাবে নকভির কাছে দরবার করেন সংস্থার সভাপতি সুলতান আহমেদ। কিন্তু কাজের কাজ হয়নি।

সমাধান খুঁজতে দু’সপ্তাহ আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় মালদহের নসিমুদ্দিন এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট। মামলার শুনানিতে কেন আধার নম্বর বাধ্যতামূলক, তা ২১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের কাছে জানতে চায় আদালত। গত কাল একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অল বেঙ্গল মাইনরিটি স্টুডেন্টস কাউন্সিল। আদালতে তারা জানায়, এ বছর থেকে অনুদানের জন্য সংখ্যালঘু মন্ত্রকের ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে। যেখানে আধার নম্বর বাধ্যতামূলক। ফলে যাঁদের আধার কার্ড নেই, তাঁরা ওই ঘরটি পূরণ করতে পারছেন না এবং শর্ত পূরণ না হওয়ায় ফর্মটি ওয়েবসাইটে জমা করা যাচ্ছে না। সুলতান আহমেদের কথায়, ‘‘রাজ্যের প্রায় ২৫ লক্ষ পড়ুয়ার মধ্যে প্রায় ২০ লক্ষ পড়ুয়া কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছিল।’’ মামলার শুনানিতে বিচারপতি গোপাল গৌড়া ও আদর্শ কুমার গয়ালের বেঞ্চ সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি পাওয়ার প্রশ্নে বাধ্যতামূলক ভাবে আধার কার্ড থাকার কেন্দ্রীয় নিয়মে স্থগিতাদেশ জারি করে। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রককে ওয়েবসাইট থেকে ওই সংক্রান্ত শর্তটি অবিলম্বে সরাতেও নির্দেশ দেয়।

শীর্ষ আদালতের এই বক্তব্যের পরেই ইউজিসি জানিয়ে দেয়, উচ্চশিক্ষায় অনুদানের প্রশ্নে ছাত্রছাত্রীদের আধার কার্ড না থাকলেও চলবে। সূত্রের খবর, আধার না থাকায় গবেষণারত বহু পড়ুয়ার ফেলেশিপের টাকা আটকে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছে ইউজিসির কাছে।

পিছু হটার বার্তা দিয়েছেন খোদ আধার কর্তৃপক্ষও। একটি নির্দেশিকায় তারা জানিয়েছে, আধার নম্বর না থাকলেও সুবিধে পেতে সমস্যা হবে না কারও। কোনও সংস্থার সুবিধাভোগীদের আধার কার্ড না থাকলে ওই সংস্থা সেই ব্যক্তির থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ওখানেই কার্ডের নথিভুক্তি করতে পারবেন। ইউআইডিআই-র সিইও অজয় ভূষণ পাণ্ডে বলেন, ‘‘এর ফলে ওই ব্যক্তি পরবর্তী সময়ে দাবি করতে পারবেন না যে, তাঁর আধার কার্ড নেই।’’ দেশে বর্তমানে ৩৭ হাজার আধার নথিভুক্তিকরণ কেন্দ্র রয়েছে। পাণ্ডের কথায়, ‘‘এখন থেকে মন্ত্রক, রাজ্য বা বেসরকারি সংস্থাও আধারের জন্য নথিভুক্ত করতে পারবেন।’’ সংস্থার বক্তব্য, গ্যাসের ভর্তুকি বা শিক্ষার ক্ষেত্রে কারও আধার নম্বরের দরকার হলে তা করে দেওয়ার দায় চাপবে যথাক্রমে পেট্রোলিয়াম মন্ত্রক বা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উপরে। আধার কর্তৃপক্ষের দাবি, বর্তমানে ১০৫ কোটি মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ-সহ যে সব রাজ্য আধার কার্ড তৈরিতে পিছিয়ে, এ বার সেখানে বাড়তি জোর দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar card subsidies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE