প্রতীকী ছবি।
জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভুয়ো এবং অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে মোট ১৬টি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নিষিদ্ধ ঘোষিত চ্যানেলগুলির মধ্যে ৬টি চ্যানেল পাকিস্তানের। বাকিগুলি ভারতেরই।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ১৬টি ইউটিউব চ্যানেলের তালিকা প্রকাশ করে কেন্দ্রের দাবি, সেগুলির সম্মিলিত দর্শকসংখ্যা (ভিউয়ারশিপ) প্রায় ৬৮ কোটি।
. @MIB_India blocks 16 YouTube news channels (under IT Rules, 2021) for spreading disinformation related to India’s national security, foreign relations and public order
— Ministry of Information and Broadcasting (@MIB_India) April 25, 2022
These channels were spreading false and unverified information.@ianuragthakur @DDNewslive pic.twitter.com/e6TcVNwRSM
এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার। গত ৫ এপ্রিল পাকিস্তানের ৪টি-সহ মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছিল কেন্দ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy