Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

পপকর্নের দাম এত! মাল্টিপ্লেক্স ম্যানেজারকে মার এমএনএস-এর

মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্সগুলিতে পপকর্ন থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাকসবাইরের তুলনায় চড়া দামে বিক্রির অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৮:৪২
Share: Save:

কিছুদিন আগেই বম্বে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল,কী ভাবে মাল্টিপ্লেক্সগুলি চড়া দামে দর্শকদের কাছে খাবার বিক্রি করছে! রাজ্য সরকারকে এ বিষয়ে পদক্ষেপ করারও নির্দেশ দেয় আদালত। তবে রাজ্য সরকার এ বিষয়ে পদক্ষেপ করার আগেই আইন নিজেদের হাতে তুলে নিল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (এমএনএস) সদস্যরা।বৃহস্পতিবার পুণের একটি থিয়েটার হলে ঢুকে ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিরুদ্ধে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঠিক কী হয়েছিল?

মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্সগুলিতে পপকর্ন থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাকসবাইরের তুলনায় চড়া দামে বিক্রির অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই।যে খাবারের দাম ১০ টাকা, তা প্রায় দশ গুণ, পনেরো গুণ এমনকি ২০ গুণ দামে বিক্রি হচ্ছে মাল্টিপ্লেক্সে।। অথচ বাইরের খাবার নিয়ে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা।অগত্যাদর্শকদের ওই চড়া দাম দিয়েই সিনেমা হলের খাবার কিনতে হয়। অভিযোগ উঠছিল মাঝেমধ্যেই। সেই অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছয়। আদালত এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কী, তা জানিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করারও নির্দেশ দেয়।

বৃহস্পতিবার ‘স্বতঃপ্রণোদিত’ হয়েই ময়দানে নেমে পড়ে এমএনএস-এর সদস্যরা। পুণের একটি মাল্টিপ্লেক্সে গিয়ে ম্যানেজারের কাছে জানতে চায়, কেন এত চড়া দামে খাবার বিক্রি করা হচ্ছে। এমএনএস-এর এক সদস্যের দাবি, ৫ টাকার পপকর্ন ২৫০ টাকায় বিক্রি হচ্ছিল ওই হলে। ম্যানেজারকে আদালতের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে জানতে চাওয়া হয়েছিল কেন এত দাম নেওয়া হচ্ছে দর্শকদের কাছ থেকে! তিনি কি কোনও খবর রাখেন না? কিন্তু ম্যানেজার নাকি পাল্টা বলেন, তিনিমরাঠি পড়তে পারে না। তার পরই শুরু হয় উত্তম মধ্যম। আরও এক সদস্য জানান, ‘এমএনএস-এর কায়দায়’ ম্যানেজারকে শিক্ষা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থের সব তথ্য হাতে আসবে,দাবি পীযূষ গয়ালের

আরও পড়ুন: ৩ দশকে চরম দুর্দশায় পড়বেন ৬০ কোটিরও বেশি ভারতীয়, বলছে বিশ্ব ব্যাঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pune MNS Theatre পুণে
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE