মেট্রো স্টেশনের কাজ চলছিল। পূর্ব দিল্লির জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন। এখনও শুরু হয়নি যাত্রী চলাচল। পাশ দিয়েই যাচ্ছিল একটি বাইক। ছিলেন দুই বাইক আরোহীও। আচমকাই একটা তরল গড়িয়ে পড়ল তাঁদের গায়ে। বিষাক্ত রাসায়নিকে জ্বলে উঠল সারা শরীর।
নির্মীয়মাণ সংস্থার কর্মীরাই ওই দুই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যান। বিষাক্ত রাসায়নিকের ফলেই প্রাণ হারালেন অমিত চৌহান নামে এক ব্যক্তি। রাহুল নামে অপর এক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গাজিয়াবাদের এসএসপি বৈভব কৃষ্ণ বলেন, জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন এলাকার পাশে ঘটনাটি ঘটেছে। রাহুল সংবাদ সংস্থাকে বলেন, ‘‘বাইকের পাশেই কোনও একটি যানবাহন থেকে এই রাসায়নিক পড়ে গিয়েছিল বাইক আরোহীদের গায়ে।’’