Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পৃথক রাজ্যের দাবি বড়োভূমিতে

পৃথক বড়োল্যান্ডের দাবিতে আজ ফের বড়োভূমিতে আন্দোলন শুরু হল। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন (আবসু) এবং আলোচনাপন্থী এনডিএফবি।কোকরাঝাড়ের কারিগাঁও এবং মঙ্গলদৈয়ে এ দিন জাতীয় সড়ক অবরোধ করা হয়।

পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ বড়োভূমিতে। মঙ্গলবার বাক্সায়। ছবি: পিটিআই।

পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ বড়োভূমিতে। মঙ্গলবার বাক্সায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:০৪
Share: Save:

পৃথক বড়োল্যান্ডের দাবিতে আজ ফের বড়োভূমিতে আন্দোলন শুরু হল। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন (আবসু) এবং আলোচনাপন্থী এনডিএফবি।

কোকরাঝাড়ের কারিগাঁও এবং মঙ্গলদৈয়ে এ দিন জাতীয় সড়ক অবরোধ করা হয়। বড়োল্যান্ডের সমর্থনে কয়েক হাজার মানুষ অবরোধে সামিল হন। দীর্ঘক্ষণ থমকে থাকে যান চলাচল। আবসু সভাপতি প্রমোদ বড়ো বলেন, ‘‘ইউপিএ আমলে বারবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে দাবি মানার আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদীও। কিন্তু কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় এসেও বিজেপি কিছুই করেনি। বড়োদের দাবি উপেক্ষিতই রয়েছে। তাই আন্দোলন ছাড়া উপায় ছিল না।’’ এ দিন মঙ্গলদৈয়ে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। গোহপুরেও আবসু পথ অবরোধ করে। অবরোধ হয় দুধনৈয়ের আমজোঙা, গোয়ালপাড়া ও কামরূপেও। সর্বত্র সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

অন্য দিকে, শিবসাগরে সুপার স্পেশালিটি হাসপাতাল না গড়ায় ওএনজিসির বিরুদ্ধে বৃহত্তর অসমীয়া যুব মঞ্চ আজ ২৪ ঘণ্টার ‘ওএনজিসি বন্‌ধ’-এর ডাক দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NDFB Bodoland Student Union
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE