Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দুর্ঘটনার জেরে বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল নীতীশের

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জেরে বিহারে বাতিল হল শাসক জোটের বর্ষপূর্তির অনুষ্ঠান। ইনদওর-পটনা এক্সপ্রেস বেলাইন হওয়ার খবর পেয়ে টুইট করে শোক জানিয়ে আজকের অনুষ্ঠান বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

চলছে উদ্ধারকাজ।

চলছে উদ্ধারকাজ।

দিবাকর রায়
পটনা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০৩:৩০
Share: Save:

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জেরে বিহারে বাতিল হল শাসক জোটের বর্ষপূর্তির অনুষ্ঠান। ইনদওর-পটনা এক্সপ্রেস বেলাইন হওয়ার খবর পেয়ে টুইট করে শোক জানিয়ে আজকের অনুষ্ঠান বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

রেল সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৯ জন বিহারের বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন এ রাজ্যের ১৪ জন। ২৫ জন সামান্য জখম হয়েছেন। রেল জানিয়েছে, পটনা জিআরপি-র একটি দল দুর্ঘটনাস্থলে গিয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁরা পটনায় সমস্ত খবরাখবর পাঠাবেন। দুর্ঘটনায় জখম বিহারের যাত্রীদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, সে দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন নীতীশ। সকালে মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে পটনা স্টেশনে পৌঁছন জেলাশাসক সঞ্জয় অগ্রবাল। কানপুরের জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

পূর্ব-মধ্য রেলের মুখপাত্র অবিনাশ কুমারের বক্তব্য, ওই ট্রেনে মূলত লখনউ, বেনারসের মতো উত্তরপ্রদেশের পূর্ব দিকের শহরের মানুষ বেশি যাতায়াত করেন। বিহারের খুব বেশি বাসিন্দা তাতে ছিলেন না। তাই দুর্ঘটনায় এ রাজ্যের বেশি যাত্রীর মৃত্যু হয়নি।
প্রাথমিক পরিসংখ্যানেও সেই তথ্য মিলেছে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন পটনার সুরেশ কুমার এবং মালাদেবী, সিওয়ানের ঋতিকাদেবী। ঋতিকাদেবীর স্বামী ও সন্তান গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে সিওয়ানের কিশোরী শ্রেয়ার। শিবকুমার যাদব নামে বিহারের আরও এক যুবকও মারা গিয়েছেন। রেলের সংরক্ষণ তালিকা অনুযায়ী, পটনার ২৩৫ জন যাত্রী ওই ট্রেনে ছিলেন। তার মধ্যে এসি কামরায় ছিলেন ৭৪ জন। স্লিপার শ্রেণিতে ১৬১ জন। মুঙ্গেরের বরিয়ারপুরের বাসিন্দা ব্রহ্মদেব সিংহ জানান, তাঁর মেয়ে-জামাই-নাতনি ওই ট্রেনে ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Train Accident Patna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE