Advertisement
২৪ মার্চ ২০২৩
Coronavirus in India

কোভিড ছড়ানো ও ৫ জি নেটওয়ার্কের মধ্যে কোনও সংযোগ নেই, জানাল টেলি যোগাযোগ দফতর

৫ জি নেটওয়ার্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। আর সাধারণ মানুষ ভুয়ো খবর বিশ্বাস করে ফেলছেন।

ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২১ ১৬:১২
Share: Save:

ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ৫ জি নেটওয়ার্ক টেস্টিংকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়েছে। আর সাধারণের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি বাড়ছে। এই পরিস্থিতিতে মাঠে নামল কেন্দ্রীয় সরকারের টেলি যোগাযোগ দফতর। ৫ জি নেটওয়ার্ক সম্পর্কে নাগরিকদের এই ধরনের খবরে বিশ্বাস না করতে বলেছে তারা। এ ছাডা়ও ভিত্তিহীন ও মিথ্যা খবর প্রচার করে জনগণকে বিভ্রান্ত না করার জন্যও অনুরোধ করেছে দফতর। উল্লেখ করা হয়েছে যে ৫ জি নেটওয়ার্ক টেস্টিং ভারতে কোথাও শুরু হয়নি। বলা হয়েছে, ‘‘করোনা অতিমারির সঙ্গে ৫ জি প্রযুক্তির সংযোগ সংক্রান্ত দাবিগুলি মিথ্যা এবং এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।’’

Advertisement

দফতরটি আরও জানিয়েছে যে মোবাইল টাওয়ারগুলি নন-আয়নাইজিং রেডয়ো তরঙ্গ নির্গত করে যা খুব কম শক্তির এবং মানুষ সহ জীবিত কোষগুলিকে কোনও ধরণের ক্ষতি করতে অক্ষম। এই মাসের শুরুর দিকে, টেলিযোগাযোগ দফতর ভারতে ৫ জি-র জন্য ট্রায়াল শুরু করতে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে অনুমতি দিয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে, প্রেস ইনফরমেশন ব্যুরো কোভিডের দ্বিতীয় ঢেউ সম্পর্কে ছড়ানো তথ্য ভুয়ো বলে জানিয়ে দেয়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিয়ো বার্তায় দাবি করা হয় যে ভারতে কোভিডের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে ৫ জি টেস্টিং। অডিয়ো বার্তায় একজনকে বলতে শোনা যায় যে ৫ জি টেস্টিংয়ের কারণে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যে মৃত্যু হচ্ছে বেশি। যদিও সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ব্যবহারকারীদের এই বার্তা সম্পর্কে সতর্ক করে দিয়েছে ও কোনও গুজব বিশ্বাস না করার আবেদন জানিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.