নিজের পদ থেকে সরে দাঁড়াতে চান অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তাঁর কাজের মেয়াদ বাড়ানো হোক, মুকুল রোহতগি তা আর চান না। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় সরকারকে তিনি চিঠিও দিয়েছেন, জানিয়েছেন রোহতগি নিজেই।
চিঠিতে রোহতগি জানিয়েছেন, ভারত সরকারের শীর্ষ আইনজীবী হিসেবে কাজ করার ইচ্ছা আর তাঁর নেই। তিনি এ বার প্রাইভেট প্র্যাক্টিসেই ফিরে যেতে চান। তিন বছরের জন্য অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতগি। এ মাসেই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার পরে তিনি সরকারি দায়দায়িত্ব থেকে অব্যহতি চান বলে মুকুল রোহতগি কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: মহারাষ্ট্রে কৃষিঋণ মকুব, চাপে মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ুর সরকার