পঠানকোট নিয়ে ফের আর এক বার তরজায় সরগরম ভারত-পাকিস্তান, দুই প্রতিবেশী দেশ।
একটি পাক সংবাদপত্রের দাবি, পঠানকোট নিয়ে ভারত কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়াই মিথ্যে কথার জাল বুনেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাদের আরও দাবি, পঠানকোট নিয়ে তদন্ত করতে পাকিস্তানের জয়েন্ট ইনভেসটিগেশন টিমের (জেআইটি) যে আধিকারিকরা ভারতে এসেছিলেন, তাঁদের রিপোর্টেই নাকি এ কথা সাফ লেখা আছে। পঠানকোটের সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলার পাক যোগ নিয়ে ভারতের সব তথ্যই নাকি ভুয়ো। দাবি এমনটাও।
গত মাসের ২৭ তারিখ পাকিস্তানের ওই পাঁচ সদস্যের তদন্তকারী দল ভারতে আসে। এ নিয়ে বিরোধীদের প্রবল সমালোচনার মুখেও পড়ে সরকার পক্ষ। বিরোধীদের অভিযোগ ছিল, যারা পঠানকোটে হামলা চালিয়েছে, তাদের জন্য লাল কার্পেট সাজিয়ে দিচ্ছে কেন্দ্র।